মুখে ভাষা নেই আজ বলিবার
চোখে জল নেই আজ কাঁদিবার
দেহে প্রান আছে শুধু দিয়ে যাবার
দিয়ে গেলো তাই যে ছিলো সৈনিক মানবতার।
কত রাতকে দিন, দিনকে রাত করলে
কতটা মাথার ঘাম পায়ে ঝরালে
কতটা বুকের লাল রক্ত পানিতে মেশালে
একজন মানুষ সত্যিকারের মানুষ হয়
একজন মানুষ মানবতার সৈনিক হয়
কভু কি তুমি জানতে চেয়েছিলে?
জানতে কি চেয়েছিলে যুদ্ধ জয়ে
একজন সৈনিকের কি কি অস্রের দরকার
জানতে চাওনি কোনদিন ওহে দাম্ভিক কুলাঙ্গার
দিয়েছো শুধু মিথ্যে আশ্বাস, করেছ গলাবাজি
যুদ্ধের মাঠে গিয়ে দেখে সবই ফাঁকিবাজি
তাহারই খেসারত দিয়ে গেলো আজি
লক্ষ মানুষের প্রিয় ডাক্তার
সত্যিকারের একজন ভাল মানুষ
- আত্মত্যাগী মহান সৈনিক মানবতার
যে কেউ চাইলে হতে পারে না ডাক্তার
যে কেউ চাইলে হতে পারে না ইন্জিনিয়ার
তবে কেউ কেউ চাইলে হতে পারে চাপাবাজ
কেউ কেউ চাইলে হতে পারে দূ্র্নীতিবাজ
যে দেশের নেতা অযোগ্য অপদার্থ কুলাঙ্গার
সেই দেশে তবে দাম কি যোগ্যতার
সেই দেশে মরে যাক সকল ডাক্তার-ইন্জিনিয়ার।