১।
মনভোলা মধুর হাসি সুখ-দু:খ রহস্যময় মুখ - মোনালিসা যেন
ভাবি বিস্ময়ে - নারীর ভেতরে এত রহস্য প্রভু দিয়েছেন কেন?
অনেক ভেবে বুঝি অবশেষে - পুরুষ হয়তো রহস্যপ্রিয় বলেই
নারীকে সাজিয়েছেন সযত্নে তাই দয়াল প্রভু অপার রহস্য দিয়েই।
.
২।
রহস্যের সন্ধানে পুরুষ রেখেছিলো চোখ নারীর মায়াবী চোখে
চোখের জলে দীঘি টলমল - ঢেউ উঠে প্রেম কিংবা ছলনায়
উন্মাদ পুরুষ জল পেলে সাঁতার কাটে - পাক বা না পাক কূল
ফেরাতে পারেনি তাই আজও দুটি চোখ - চেয়ে রয় মুগ্ধতায়।
.
৩।
ঐ চোখে ছিলো যাদু নাকি ছলনা
ভেঙে বলেনি কভু ঐ রূপসী ললনা
পুরুষ এঁকেছে স্বপ্নসৌধ আঁলপনা
অর্ধেক প্রেম তার অর্ধেক কল্পনা।
.