কাল সারা রাত আকাশ কেঁদেছিল
সারা রাত.... ..... .....
মেঘে মেঘে ঢেকে গিয়েছিল আকাশ
বজ্র বিদ্যুৎ গর্জনে চম্কে চম্কে উঠেছিল বারে বার
ঘু্র্ণি হাওয়ার ঝাপটায় এলো মেলো বিপর্যস্ত হৃদয়
দু'চোখ বেয়ে লোনা জল ঝরেছিল সারা রাত
কাল সারা রাত আকাশ কেঁদেছিল
সারা রাত.... .... ...
এমন করে কাল আকাশ কেঁদেছিল-
কেঁদেছিল নিরবে নির্জনে নিশীথের অন্ধকারে
রক্তের হৃদয়ের উত্তরসূরী শিশুদের পাণে চেয়ে
অবোধ শিশুর মতোন;
তীর বিদ্ধ পাখীর ছট্ফট্ যন্ত্রনা
রক্তাক্ত বিপর্যস্ত কুসুম ভাঙ্গা হৃদয়
বেদনার ভারে দু'চোখ বেয়ে ঝরেছিল লোনা বৃষ্টি
শ্রাবনের বারিধারা - অঝোর- সারা রাত
কাল সারা রাত আকাশ কেঁদেছিল
সারা রাত... ... ...
সৃষ্টিরতো স্বভাব উৎস মূলে ফেরা
রক্তের ধারা কি আসিবে না একদিন
হৃদযের অলিন্দে রক্তপিন্ডে ফিরে ?
আসিবে কি ফিরে ?
একদিন নিশ্চয় আসিবে
আকাশ বুঝি কাঁদে সেই - সে দিনের
অনেক অনেক দুর দেশ ভ্রমন শেষে
ঘরে ফেরা ক্লান্ত পাখীর পথ চেয়ে প্রতিক্ষায় ।
কাল সারা রাত আকাশ কেঁদেছিল
সারা রাত... ... ...
সূ্র্যের-চন্দ্রের পথ চেয়ে
গভীর গভীর মমতায় ।