Click This Link
কে এল টাওয়ার থেকে কে এল
কে এল টাওয়ারের প্রায় তিন শ' মিটার উচ্চতা থেকে কুয়ালা লামপুর শহরকে দেখা এক বিরল অভিজ্ঞতা। টুইন টাওয়ারের স্কাই ব্রীজ থেকে পুরো শহর দেখতে একটু সমস্য হয়। কারণ দুই টাওয়ারের আড়ালে পড়া অংশটি দেখা যায় না। কিন্তু কে এল টাওয়ার থেকে সবদিক দেখা যায় বিনা বাধায়।
আমার দুর্বল ফটোগ্রাফিতে চলুন দেখে নিই পাখির চোখে কুয়ালা লামপুর-
নগরে পাহাড়ে দারুন মিতালি !
আকাশ ছোঁবার লড়াই !!!!!!
কাঁধে কাঁধ মিলিয়ে.......
টুইন টাওয়ারের মাথা ছোঁবার খায়েস ?
ওই দেখা যায় তাল (!?) গাছ................................!
বুকিত নানাস ফরেস্ট রিজার্ভ-নগর-হৃদয়ে বন !
সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে........................................!!!!
আনারস পাহাড়ের (বুকিত নানাস) মাথায় বাস তাই চেহারার আনারসের আভাস ?
(চলবে)
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৯