শুরুতেই উল্লেখ করছি, আমার ষষ্ঠ বর্ষপূর্তির পোস্টটি পড়তে পারবেন এখানেঃ “সামহোয়্যারইন ব্লগ” এ আমার ষষ্ঠ বর্ষপূর্তি হলো
এ ব্লগে আমার প্রথম পোস্টটি প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, রাত ১১টা ২৬ মিনিটে। একটি স্বরচিত কবিতার মাধ্যমে ব্লগে আমার লেখালেখির প্রথম প্রকাশ শুরু হয়। তারপর ২০১৬ সাল থেকে আমি নিয়মিতভাবে বর্ষপূর্তির এই দিনটিকে স্মরণ করে পোস্ট লিখে এসেছি। কিন্তু এবারে কিভাবে যেন একেবারে অলখেই দিনটি পার হয়ে গেছে। প্রথম যেদিন খেয়াল হলো, সেদিন আমার ব্যক্তিগত ব্লগ পরিসংখ্যানের দিকে তাকিয়ে দেখি, ব্লগে আমার স্থায়ীত্বকাল ৭ বছর ২ দিন। অর্থাৎ দুটো দিন আমার অজ্ঞাতসারে পার হয়ে যাওয়ায় আমি ব্লগে পরিসংখ্যানগত আমার অন্যতম একটি মাইলফলক পোস্ট লিখতে মিস করে গেছি। তারপরেও নানাবিধ চাপের মুখে ব্যস্ত থাকায় আরও তিনটে দিন আমি এ নিয়ে লেখার বা ভাবার অবকাশ পাই নি। আজ যখন অনেকটা জোর করেই লিখতে বসলাম, তখন ব্লগে আমার স্থায়ীত্বকাল ৭ বছর ৫ দিন।
মাইলফলক পোস্ট নিয়ে লিখতে মিস হয়ে যাওয়ায় আজ আর আমার পরিসংখ্যান নিয়ে বেশি কিছু ঘাটাঘাটি করতে ইচ্ছে হচ্ছেনা। আমার ষষ্ঠ বর্ষপূর্তির পোস্টে আগের সকল বর্ষপূর্তি পোস্টের লিঙ্ক দেয়া আছে, এবং আজকের এ পোস্টের শুরুতেই ষষ্ঠ বর্ষপূর্তির পোস্টের লিঙ্কটি দেয়া আছে। । আজ আমি শুধু গত একটি বছরের কিছু পরিসংখ্যানের উল্লেখ করে বিদায় নিচ্ছি, কারণ এবারে সবকিছু সাজিয়ে গুছিয়ে লিখতে না পারলেও, এসব পরিসংখ্যান আগামী বছরের বর্ষপূর্তি পোস্ট লিখতে সহায়ক হতে পারে।
গত এক বছর পাঁচ দিনে আমি পোস্ট লিখেছি ৬৬টি, অর্থাৎ গড়ে প্রতি মাসে সাড়ে ছয়টি করে, দিনের হিসেবে প্রতি সাড়ে চার দিনে একটি করে। এ সংখ্যাটি ষষ্ঠ বর্ষপূর্তিতে ছিল ৫৫টি। গত এক বছরে আমি মন্তব্য করেছিঃ ২৬৫১টি, অর্থাৎ প্রতিদিন প্রায় সোয়া সাতটি করে। এ সংখ্যাটি ষষ্ঠ বর্ষের তুলনায় ৫২১টি কমে গেছে। অর্থাৎ এ বছরে পোস্ট লিখার সংখ্যা ১৮% বাড়লেও মন্তব্যের সংখ্যা ১৬% কমে গেছে। তাহলে কি আমি মন্তব্য করা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি? জানিনা, তবে অবশ্য সামগ্রিকভাবে ব্লগে মন্তব্যের সংখ্যা দৃশ্যমানভাবেই অনেক কমে গেছে। গড়ে প্রতিদিন প্রায় সোয়া সাতটি করে মন্তব্য করাটাও বোধকরি অসন্তোষজনক কিছু নয়। গত এক বছরে আমি মন্তব্য পেয়েছি ২২৫০টি, অর্থাৎ প্রতিদিন প্রায় ৬টি। গত বছরের তুলনায় এ সংখ্যা ৮১টি বেশি, শতকরা হিসেবে যা +৩.৭৪%। অর্থাৎ এ বছরে আমার মন্তব্য করার সংখ্যা কমলেও, মন্তব্য পাওয়ার সংখ্যাটি কিন্তু বেড়েছে। এর একটি কারণ হতে পারে যে এ বছরে কবিতার সংখ্যাটি একটু কমেছে আর দিনলিপি এবং ভ্রমণ অভিজ্ঞতার সংখ্যাটি বেড়েছে। প্রথমটার তুলনায় পরের বিষয়টির প্রতি পাঠক চাহিদা বরাবরই বেশ বেশিই থাকে। গত বছরের চেয়ে এ বছরে আমাকে অনুসরণ করেছেন ১১ জন বেশি পাঠক, গত বছরের তুলনায় বৃদ্ধির সংখ্যাটি ৩ জন কম। গত এক বছরে আমার ব্লগে ভিজিটর সংখ্যা ছিল ৪৩২২০ (গড়ে দৈনিক ১১৭ জন), যা তার আগের বছরের চেয়ে ১০১০৮ জন বেশি। অর্থাৎ ষষ্ঠ বছরের চেয়ে সপ্তম বছরে আমার ব্লগে ভিজিটর সংখ্যা গড়ে প্রতিদিন প্রায় ২৭ জন করে বেড়ে গেছে। ব্লগের এই দুর্দিনেও যারা আমার ব্লগ ভিজিট করেছেন, আমাকে অনুসরণ করেছেন, আমার পোস্ট পড়েছেন, মন্তব্য করেছেন, ‘লাইক’ দিয়েছেন, “প্রিয়”তে নিয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মত শেষ করছি।
সবাই সুস্থ থাকুন, করোনা এবং ডেঙ্গুমুক্ত থাকুন, সপরিবারে, সুস্বাস্থ্যে।
ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২২
শব্দ সংখ্যাঃ ৪৬৪