আগের “বর্ষপূর্তি পোস্ট”গুলো পড়তে পারবেন এখানেঃ
বর্ষপূর্তির হালখাতা - প্রথম বর্ষপূর্তি
সামহোয়্যারইনব্লগে আমার ব্লগিং এর দ্বিতীয় বর্ষপূর্তি
“সামহোয়্যারইনব্লগে” তৃতীয় বর্ষপূর্তি – ফিরে দেখা
“সামহোয়্যারইনব্লগ” এ আমার আজ চতুর্থ বর্ষপূর্তি হলো
“সামহোয়্যারইন ব্লগ” এ আমার পঞ্চম বর্ষপূর্তি হলোঃ কিছু পরিসংখ্যান
আজ দুপুরে কিছুক্ষণের জন্য যখন ল্যাপটপে আমার ব্লগপাতা খুললাম, চোখটা সরাসরি পড়লো “আমার পরিসংখ্যান” অংশটিতে। দেখি, সেই মুহূর্তে সামুতে আমার ব্লগিং বয়স হলো “ছয় বছর নয় ঘন্টা”। দেখে চমকে উঠলাম, কারণ ব্লগিং শুরু করা থেকেই প্রতি বছর আমি যথাসময়ে “বর্ষপূর্তি পোস্ট” প্রকাশ করেছি, কিন্তু এবারে তা মোটেই খেয়াল ছিলনা। ইচ্ছে করছিল তখনই বসে যাই লিখতে, কিন্তু সেটা নানা কারণে সম্ভব হয় নাই। যাহোক, এখন কিছুটা সময় পাওয়াতে লিখতে বসলাম।
এখানে ব্লগিং শুরু করার পর আমি সবচেয়ে বেশি শোকাহত হয়েছি জনপ্রিয় ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে। ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের এই পোস্টটা লিখতে শুরু করলাম। আপনারা যারা আমার আগের ‘বর্ষপূর্তি পোস্ট’গুলো পড়েছেন, তারা জানেন আমি এখানে আমার ব্লগিং সম্পর্কিত কিছু ব্যক্তিগত পরিসংখ্যান তুলে ধরি, যা পরবর্তীতে আমাকে নিজস্ব ব্লগিং এর সাফল্য বা ব্যর্থতা বিশ্লেষণ করতে সহায়ক হয়। একই ধারায় এবারেও শুরু করছি।
গত এক বছরে আমার সর্বাধিক পঠিত পাঁচটি পোস্টঃ
১। কয়েকটি জাংশন রেলস্টেশনের স্মৃতিকথা (৭১২)
২। কার্ত্তিকের আকাশে দেখি আষাঢ়ের মেঘ… অবেলায় ঝরে জল (৬১১)
৩। কবিতাঃ বসন্ত নিয়ে আমার কোন বাড়াবাড়ি নেই (৫৮৫)
৪। ছবি ব্লগঃ ২০ মাস পরে আবার মুক্ত হাওয়ায় হেঁটে বেড়িয়েছি (৫৮০)
৫। তাহলে আপনিই কি হতে যাচ্ছেন আমার ব্লগের দুই লক্ষতম পাঠক? (৫৩৩)
ন্যূনতম পঠিত দুটি পোস্ট (১০০ এর কম)
১। কবিতাঃ অন্তর্লীন (৮০)
২। কবিতাঃ দিগন্তরেখায় (৮৮)
সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত পাঁচটি পোস্টঃ (উল্লেখ্য যে লেখকের প্রতিমন্তব্যও সামু মন্তব্য হিসেবে গণ্য করে থাকে)
১। কয়েকটি জাংশন রেলস্টেশনের স্মৃতিকথা (৭৯)
২। কবিতাঃ বসন্ত নিয়ে আমার কোন বাড়াবাড়ি নেই (৭৯)
৩। ছবি ব্লগঃ ২০ মাস পরে আবার মুক্ত হাওয়ায় হেঁটে বেড়িয়েছি (৬৭)
৪। কার্ত্তিকের আকাশে দেখি আষাঢ়ের মেঘ... অবেলায় ঝরে জল (৬৪)
৫। একজন সজ্জনের চিরবিদায়ে হৃদয় ব্যথিত (৬৩)
(প্রথম ৪ টির লিঙ্ক এর আগে উপরে দেওয়া হয়েছে)
সর্বাধিক ‘লাইক’প্রাপ্ত পাঁচটি পোস্টঃ
১। কবিতাঃ বসন্ত নিয়ে আমার কোন বাড়াবাড়ি নেই (২৪)
২। কার্ত্তিকের আকাশে দেখি আষাঢ়ের মেঘ... অবেলায় ঝরে জল (২২)
৩। ক্ষণিকের দেখা- ৪ (২২)
৪। স্মৃতির জোয়ারে ভাসা (১) (২০)
৫। ছবি ব্লগঃ ২০ মাস পরে আবার মুক্ত হাওয়ায় হেঁটে বেড়িয়েছি (২০)
(১, ২,ও ৫ এর লিঙ্ক এর আগে উপরে দেওয়া হয়েছে)
একাধিক সংখ্যক “প্রিয়” তে নেয়া ৩টি পোস্টঃ
১। ক্ষণিকের দেখা-৩ (২)
২। একজন শিক্ষকের কথাঃ আমাদের দোহা স্যার (২)
৩। একটি এপিটাফ (২)
ন্যূনতম মন্তব্যপ্রাপ্ত পোস্টঃ
কবিতাঃ দিগন্তরেখায় (১০)
গত এক বছরে আমার পোস্টের সংখ্যাঃ ৫৬, অর্থাৎ প্রতিমাসে ৫টিরও কম, প্রতি সপ্তাহে ১টির একটু বেশি।
গত এক বছরে আমি মন্তব্য করেছিঃ ৩১৭২টি, অর্থাৎ প্রতদিন প্রায় ৯টি।
গত এক বছরে আমি মন্তব্য পেয়েছিঃ ২১৬৯টি, অর্থাৎ প্রতদিন প্রায় ৬টি।
গত বছরের চেয়ে এ বছরে আমাকে অনুসরণ করেছেন ১৭ জন বেশি পাঠক।
গত এক বছরে আমার ব্লগে ভিজিটর সংখ্যা ছিল ৩৩১১২, যা তার আগের বছরের চেয়ে ৪৫৮৫ জন কম। অর্থাৎ পঞ্চম বছরের চেয়ে গত বছরে আমার ব্লগে ভিজিটর সংখ্যা গড়ে প্রতিদিন প্রায় ১৩ জন করে কমে গেছে।
পরিসংখ্যানগতভাবে গত বছরের তুলনায় এ বছরে একটা নেতিবাচক অবরোহণ লক্ষ্য করা গেলেও আমি সার্বিক ফলাফলে সন্তুষ্ট, কারণ সামগ্রিকভাবেই বোধকরি ব্লগে ভিজিটর সংখ্যা আগের তুলনায় কমে গেছে। এই দুর্দিনেও যারা আমার ব্লগ ভিজিট করেছেন, পোস্ট পড়েছেন, মন্তব্য করেছেন, ‘লাইক’ দিয়েছেন, “প্রিয়”তে নিয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মত শেষ করছি।
ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২১
শব্দ সংখ্যাঃ ৪৯০