আমার ঘরের বিশেষ একটি কোণে
দাঁড়িয়ে রয়েছে এক গোপন ভুবন,
রয়েছে সেখানে কেবল তোমার অধিকার
স্বেচ্ছায় করেছি আমি নিজ প্রবেশ বারণ।
বাহির থেকে দেখেছি কত সুন্দর করে
সাজানো সেখানে কত শখের পসরা।
আট ফুট বাই চার ফুটের ক্ষুদ্র পরিসরে,
রাখা আছে কত কি, যতনে থরে থরে!
ছোট ছোট তোমার কত শখের পজেশন
শাড়ীর ভাঁজে ভাঁজে রাখা নিবিড় যতনে
একলা বসে দেখো সেসব অমূল্য রতন
মন বসেনা কাজে যখন কোন কারণে।
কি আছে সেখানে? প্রথম পাওয়া উপহার?
স্মৃতির ইতিহাস হয়ে থাকা একেকটি শাড়ি?
শখের গয়নাগাটির সাথে কিছু কাঁচের চুড়ি?
কিছু পুরনো ছবিও কি বাড়িয়েছে সে সম্ভার?
হয়তো বা শতবার খুলে দেখা আর ভাঁজ করা
কিছু চিঠি, শতবার পড়েও যা হয় না পড়া।
আছে হয়তো গোটা অক্ষরে লেখা কোন চিঠি,
তোমারই হাতে, এখনো যে চিঠির হয়নি ইতি!
ঢাকা
০৬ মার্চ ২০১৩
স্বর্বস্বত্ব সংরক্ষিত।