সাগরের বুকে ভাসমান সব জাহাজ
কখনো না কখনো পোতাশ্রয় খোঁজে,
রাতের আঁধারে গতিপথ সন্ধানে
সমুদ্রতটে বাতিঘর খোঁজে।
আমি এক স্থলবিমুখ জাহাজ,
আমি না খুঁজি কোন পোতাশ্রয়
না খুঁজি কোন বাতিঘর।
সাগরের প্রশস্ত বুক আমার সাকিন।
সম্মুখের অনন্ত জলরাশি আমায় ডাকে,
কখনো তরঙ্গে তরঙ্গে হয়ে উঠি উদ্বেলিত
কখনো নিস্তরঙ্গ মৌনতায় সাগর আমায়
ধারণ বেদনা নীরবে সহ্য করার মন্ত্র শেখায়।
আমার কোন ‘পোর্ট অব কল’ নেই
আমার বুকে কোন পসরা নেই, যাত্রী নেই
শূন্য বুকে আমি এমনি এমনি ভেসে চলি,
নীল ধ্রুবতারাকে আমার কম্পাস মেনে।
ঢাকা
০৪ নভেম্বর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।