তুমি একদিন সমুদ্র দেখতে চেয়েছিলে।
আমি বলেছিলাম, সে তো আমার চোখেই আছে।
তুমি বলেছিলে, তোমার চোখ তো শুকনো, জল কই?
আমি তখন কিছুই বলিনি,
হয়তো কোনদিন বলবোও না।
আমার চোখের গভীরে যে জলের প্লাবন...
তুমি তা কখনো দেখতে পাওনা, পাবেনা।
চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!
পাদটীকাঃ কবিতার প্রথম চরণ দুটো আমার নয়। সহব্লগার সুমন কর এর পুরনো পোস্ট পড়ছিলাম। তার লেখা অল্প গল্পঃ দুই এর প্রথম গল্পের প্রথম দুটো লাইন দিয়েই এ কবিতার শুরু। কাব্যিক এ লাইন দুটো পড়ে খুব ভাল লেগেছিলো। তাৎক্ষণিকভাবে মনে যে ভাবনাটা এসেছিল, তারই পরিণতি এ কবিতা।
ঢাকা
১৩ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১