কেউ ব্যথা পেয়ে কবি হয়,
কেউ শখ করে কবি হয়ে ব্যথা পায়।
কারো কবিতা মাঝপথে থেমে যায়, তখন
ফলহীন বৃক্ষের ন্যায় কবি শুধু দাঁড়িয়ে রয়।
আবার কারো কারো কবিতা ফল্গুধারার মত
অলক্ষ্যে নিশিদিন অন্তরে অন্তরে বয়ে যায়।
প্রেমের অনুভব ছাড়া কবি হওয়া যায়না,
ব্যথার দহনে পরিশুদ্ধ হয় কবির যাচনা।
কারো দু’টি মায়াবী চোখের অনন্য দৃষ্টি,
নীরবে করে যায় কত শত কবিতার সৃষ্টি!
কারো আদরমাখা কন্ঠের একটি প্রতিধ্বনি
কবিকে শোনাতে পারে লক্ষ প্রেরণার বাণী।
ঢাকা
০৯ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:১২