তোমার স্নিগ্ধ হাসির পেছনে ঢাকা পড়ে রয়,
কত জানা অজানা অপ্রাপ্তি, কত অপূর্ণতা!
কত মান অভিমানে ভেঙে যায় হৃদয়,
তবু সদা হেসে যাও, তুমি সুস্মিতা!
মুখের এ স্নিগ্ধ হাসিটুকুই দেখেছে সবাই,
হাসির পেছনে লুকিয়ে রাখা মলিনতা
অদৃশ্য রয়ে গেছে, যেভাবে চেয়েছো সদাই।
নারী, তুমি যে বধু তুমি যে মাতা,
প্রতিদিন সামলে চলো কত প্রতিকূলতা!
স্বামীকে সন্তুষ্ট রাখো নিজেকে উজাড় করে,
বাবা মাকে খুশী রাখো সুখের অভিনয় দিয়ে।
শ্বশুরকূলীয়দের খুশী করো মহা আড়ম্বরে,
বন্ধুদের অসন্দিগ্ধ রাখো কপটতা মিশিয়ে।
একদিন আয়নায় দেখ নিজের মলিন হাসি,
ফুলের মত হাসি বটে, তবে সে ফুল বাসি!
ঢাকা
২৬ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮