এখানে কোন সাবমেরিন কেবল নেই,
কোন ওয়াই ফাই সংযোগও নেই,
ইথারে কোন কন্ঠ ভেসে আসবে না-
বার্তা বিনিময়ের কোন সুযোগ নেই!
তবে আছে বার্তা প্রেরণের একমুখী পথ,
প্রেরক থাকবে দাঁড়িয়ে, আনত আননে।
প্রাপক নিদ্রিত, অসাড়, অন্তিম শয়নে।
অসাড় দেহেও সে রবে জাগ্রত মননে।
প্রাপক শুধু বুঝে নিবে বার্তার সার কথা,
ভালবাসার যেসব কথা প্রার্থনা হয়ে যায়,
নীরব উচ্চারণে, একান্ত হৃদয়ের টানে-
পবিত্রতায়, ভালবাসায়, অপার মায়ায়!
পাদটীকাঃ গত ০৫ ডিসেম্বর ২০১৬ তারিখে একজন প্রয়াত সহকর্মীর দাফনে অংশগ্রহণকালে তার জন্য প্রস্তুতকৃত কবরের দিকে যখন তাকিয়ে ছিলাম, তখনই এ ভাবনাগুলো মাথায় আসে।
ঢাকা
১৩ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৭