কু... ঝিক ঝিক!
ছোটবেলার সেই বাষ্পচালিত কালো কয়লার রেল ইঞ্জিন!
তারপরে এলো কানাডা থেকে হলুদ রঙের ডিজেল ইঞ্জিন।
এর পর হলো কত রূপান্তর, তবুও কমেনি রেলের কদর।
এখনো মনে হয়, কোন একটা লম্বা ট্রেনে দৌড়ে গিয়ে বসি!
ট্রেনটা কোথায় যাবে কোথায় থামবে কিছু না ভেবেই বসি।
বসে একান্তে নিভৃতে...
মনের ভেতরে ঘুরপাক খাওয়া সব ভাবনাগুলোকে-
অসীম আকাশে ছড়িয়ে দিয়ে উড়াবো ঘুড়ির মত,
খস খস করে কবিতার কথা লিখে যাব অবিরত।
যদি কিছু আসে মনে, অতীব সঙ্গোপনে...
আপন খেয়ালে লিখে যাব তাও দ্বিধাহীন, আনমনে।
ইচ্ছে হলেই যখন খুশী হঠাৎ পড়বো নেমে-
কাছের কিংবা দূরের কোন অচেনা ইস্টিশনে।
প্ল্যাটফর্ম ছেড়ে নেমে যাবো কোন শুকনো বিলের ধারে
মাছ ধরা সব ছেলেদের সাথে যোগ দিব হৈ হুল্লোড়ে।
শীতল মাটির পরশ লাগানো কাদা পায়ে অবশেষে
সর্ষে ক্ষেতের বুক চেরা পথে হেঁটে যাব হেসে হেসে।
ঢাকা
০৬ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ছবিসূত্রঃ ১। গুগল সার্চ ২। সাহস ২৪.কম)
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০০