দূর আকাশের ঐ সোনালী মেঘে তুমি,
মাথার উপর সাদা মেঘের পেঁজায় তুমি,
ফেনিল সাগরের ঢেউয়ে ঢেউয়ে তুমি,
লাস্যময়ী ফুলের মাঝে তুমি।
সুউচ্চ ঐ পাহাড়ে, রঙিন পাতাবাহারে,
ফড়িং এর বর্ণিল ডানায়,
প্রজাপতির ঝলমলে পাখায়,
প্রকৃতির প্রতিটি অপার সৌন্দর্যে তুমি।
গহীন অরণ্যমাঝে যে প্রপাতের ধারা,
বিস্তীর্ণ মরুভূমিতে আকস্মিক মরুদ্যান,
অরুণাচল অস্তাচলে যে রঙের খেলা,
সবখানে ছড়িয়ে আছে তোমার ছায়া।
নানা রঙের মানুষ নিজ নিজ ভাষায়
পাখির মত অবিরত কথা বলে যায়।
দৃশ্যমান অদৃশ্য সকল প্রাণের স্পন্দন,
তোমার নাম করে গোপনে উচ্চারণ!
(লম্বক, বালি সাগরের তীরে বসে
‘লিভিং এশিয়া রিসোর্ট’ এর পুলে-
প্রত্যুষ, ২২ নভেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত)
প্রশান্তি নিরবধি
Perpetual serenity
নীলাকাশ, নীল জলরাশি...
Azure sky, azure sea
লাজুক লাস্যময়ী
A shy amour
প্রণয়াকুল
Amorous
জীবনের অনুভব
Percepts of life
পশ্চাতে প্রপাত
In front of the Falls
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫১