দিনের শুরু হয় চোখ মেলে তোমাকে দেখে,
কখনো তোমার বিশ্বস্ত উচ্চারণে আশ্বস্ত হয়ে
পুনর্বার চোখ বুঁজে আলস্য উপভোগ করি।
আবার কখনো ধড়ফড়িয়ে উঠে ত্রস্তব্যস্ত হই।
তুমি ধীর লয়ে এগিয়ে চলো, চলতেই থাকো;
কখনো তোমার ধীরগতিতে খুবই বিরক্ত হই,
আবার কখনো কায়মনে প্রার্থনা করি- পেছনে
পড়া খরগোশের মত, তুমি আরও ধীর হও!
আমি নশ্বর, আমি একদিন বিলীন হয়ে যাবো
প্রকৃতির বুকে। তুমি অবিনশ্বর। ধীরে হলেও,
তোমার গতি আছে, যতি নেই। এমনকি প্রলয়
ক্ষণেও তোমার শেষ ঘোষণাটি ভাস্বর হয়ে রবে।
ঢাকা
০৪ নভেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৬