তোমার নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাবে,
অথচ তোমাকে দেখা যাবে না।
তোমার হৃদস্পন্দন অনুভব করা যাবে,
অথচ বুকে মাথা রেখে তা শোনা যাবে না।
তোমার ছায়া দেখা যাবে,
অথচ তোমার কায়া স্পর্শ করা যাবে না-
এমন অন্যায় কিছু অনুচ্চারিত শর্ত
মেনে নিয়েই এক পা এক পা করে
তোমার দিকে এগিয়েছিলাম, সুদূরিয়া!
তোমার দুয়ারে করাঘাত করা সম্ভব নয়
জেনেও একটা ঘরের ছবি এঁকেছিলাম।
মায়াময় তোমার চোখের গভীরে তাকিয়ে
ছোট্ট একটা বাবুই পাখির বাসা দেখেছিলাম।
অথচ আমি জানতাম,
আমার ভালবাসার পায়ে শর্তের শৃঙ্খ্ল ছিল।
সে শৃঙ্খ্ল মেনে আমি তাই স্বপ্নচারী হ’লাম।
ঢাকা
০১ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:০২