ওহে বজ্রাহত পথিক, কান পেতে তুমি শোন,
জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়, কখনো ছিল না।
তুমি বাক হারিয়েছো? হতচকিত, দিশেহারা?
চক্ষুস্মান হয়েও দৃষ্টিহীন? ওঠো পথিক, ওঠো।
শিরদাঁড়া সোজা কর, ঋজু মনে এগিয়ে যাও।
দৃষ্টি মেলে ধরো সুদূর দিগন্তে আর উচ্চাকাশে।
উঠে দাঁড়াও, সম্মুখে এগিয়ে চলো দৃপ্ত পদযোগে।
শোন, ঝিরিঝিরি দখিনা বাতাস কী বলে তোমায়।
বলে, আমি উত্তরে যাচ্ছি, এসো আমার প্রবাহে।
চেয়ে দেখ, সম্মুখ উর্মিরে ধায় পেছনের তরঙ্গমালা,
বলে তাকে, যেতে হবে সুদূর তটরেখা পেরিয়ে।
জীবনের কোন কিছুই স্থবির নয়, সবই গতিময়।
তুমি দিশা ফিরে পাবে, যদি তুমি সম্মুখে তাকাও।
তুমি নির্ভয়ে সম্মুখগামী তরঙ্গ হয়ে যাও পথিক,
তোমার পেছনে এক মহাসমুদ্র আছে। প্রকৃতির পা
সম্মুখগামী। পাখিরা পেছনে ওড়েনা, মানুষ ছাড়া
আর কেউ পেছনে হাঁটেনা। ভালবাসার দংশনে
পীড়িত মানুষের শুশ্রূষার জন্য প্রকৃতি সদা উন্মুখ।
ওহে বজ্রাহত পথিক, তুমি গন্তব্য ঠিক করে ফেলো।
ভয় নেই তোমার, কারণ তুমি কখনো শঠ ছিলে না।
তুমি বিশ্বস্ত ছিলে, কপটতা তোমার আশ্রয় ছিল না।
তোমার উষ্ণীষে যুক্ত হবে নানারকমের মনি মুক্তো,
দ্যূতিময় এক মুকুট শোভা পাবে তোমার শিরস্ত্রাণে।
আর ভ্রষ্ট অহংবাদীরা অনুশোচনা করবে প্রতি ক্ষণে।
ঢাকা
২২ সেপ্টেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪