বন্দী মনের বিদায়ী শুভেচ্ছা...
Adieu from an imprisoned mind...
ঊষাভ্রমণ কারীগণ এখন জুতোর ফিতে বাঁধবেন,
নিশাচরগণ তাদের বিছানা খুঁজবেন...
Time for the morning walkers to tie their shoe strings...
And for the night keepers to straighten their beds...
পাখিরা নীরবে নীড় ছেড়ে উড়ে যায়, জ্যোৎস্না মাখা চাঁদ যখন ডোবার নেশায়...
As the moon prepares to disappear at dawn, birds awake in silence...
চাঁদ কথা দিয়েছিলো সন্ধ্যার কাছে, আসবে।
সে কথা রেখেছিলো, এসেছিলো পূর্বাকাশে,
এসেছিলো অনাড়ম্বরে, লোকচক্ষুর অলক্ষ্যে।
রাত যত গভীর হচ্ছিলো, একে একে এসে
তার কাছে ধার চেয়েছিলো কোমল আলো-
প্রথমে কিছু বিরহী প্রেমিক, তারপর বিচ্ছেদ
আর অবজ্ঞার অনল দহনে পোড়া কিছু প্রাণ,
যারা একদিন শখ করে ভালোবেসেছিলো!
ভাষাহীন কবি খুঁজেছিলো একটি প্রিয় কবিতা
তার পানে নির্নিমেষ তাকিয়ে, যার রচয়িতা-
ধ্রুবতারা হয়ে জেগে রয় তার মনের আকাশে।
নেশাগ্রস্ত অভাগারা তাকে মেনেছিলো দেবী,
নিশিকুটুম্বরা গোপন সংস্রবে সিঁধ কেটেছিলো
গৃহস্থের পর্ণ কুটিরে, পেলব আলোর প্রভায়।
রাতভর ইতি নেতি ঘটনার নীরব সাক্ষী হয়ে
সে চাঁদ হারিয়ে যায় প্রত্যুষে, নীল আকাশে।
ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩