নেই কোন ত্রাস, নেই রাহুর গ্রাস,
তবু কেন এত হাঁসফাঁস?
নেই কোন ব্যর্থতা, কোন গ্লানি,
তবু কেন এত পেরেশানি?
দেয়নি কেউ কোন প্রশ্রয় ভালোবাসার,
তাই কি এ মন এতটা নাচার?
একটু উষ্ণ আলিঙ্গন,
একটু মায়ার বাঁধন,
একটু নিভৃত কথন,
হৃদয়ের একটু কাঁপন-
এরই তরে কেন এতটা উন্মুখ এ মন?
কোথায়, কারে খোঁজে দিনরাত অনুক্ষণ?
ঢাকা
১০ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ রাত ৮:১৮