মাতৃজঠর থেকে তোমার স্পন্দন শুরু,
তুমি জীবনের সূচক,
ষাটোর্ধ্ব বছর ধরে বেজে চলেছো,
লাব-ঢক, লাব-ঢক!
খেয়াল রাখিনি তোমার প্রতি,
ব্যস্ততায় দিবানিশি হয়েছে গত,
হিসেব রাখিনি দিনরাত মিলে
ধমনীর গায়ে বর্জ্য জমেছে কত!
চারিদিকে জীবনের এত চাপ,যায়,
হয়ে থাকি অস্থির, উন্মুখ,
তবু তুমি স্পন্দিত থাকো সদা,
জীবন প্রবাহ হয়নি কখনো বিমুখ।
যখন কেউ দুখ যাতনা দিয়ে যায়,
নিজ কানে তোমার ঘাত স্পন্দন শুনি,
প্রতিবাদে তুমি চঞ্চল হয়ে ওঠো,
শুনে যাই তোমার দ্রুত স্পন্দন ধ্বনি।
ঢাকা
১৮ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪