কবির ভাবনাগুলো সফেন সাগরের বুকে
আনমনে চলা এক জাহাজের মত।
নিজের গতি আছে,
দিক নির্ণয় যন্ত্র আছে,
তবুও পোতাশ্রয়ে ভেড়ার আগে
নাবিক তাকিয়ে থাকে বাতিঘরের দিকে।
কবির ভাবনাগুলো কবিতা হয়ে ওঠার আগে
খুঁজে ফিরে একটি বাতিঘর।
তা হতে পারে কোন প্রিয়মুখ, কোন চেনা সুর,
একটি পাখির ডাক, একটি হারিয়ে যাওয়া স্মৃতি,
একটি শিশুর হাসি, একটি মুখের মায়ামাখা চোখ
কিংবা শুধুই একটি অশ্রুত, কল্পিত কন্ঠস্বর।
ঢাকা
১০ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:০২