চোখে জল নেই, শুধুই জলীয় বাষ্প।
দৃষ্টি প্রসারিত হোক, সংকুচিত হোক,
শুধুই ঝাপসা, দেখেও দেখা যায় না।
বুকে বল নেই, আছে বিঘ্নিত স্পন্দন,
অকারণে করে যায় অপ্রিয় অনুরণন।
শুধুই দোদুল্যমানতা, কিছু করার নেই।
কত কথা জানি, তবু মুখে ভাষা নেই।
মূকের আদল নিয়ে ভাষা ঢেকে রাখি।
চেনামুখের কলরবে চুপ করে থাকি।
ঢাকা
২৯ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২১