জীবনের পথ বেয়ে চলেছি, ক্লান্তিহীন,
কখনো আনমনে, কখনো সচেতনে।
সঞ্চয় যা কিছু হয়, সবই চলে যায়,
কিছু স্মৃতি রয়ে যায়, কিছু দেনা দায়।
বিধাতার অভয়ারণ্যে হেঁটেছি শঙ্কাহীন,
শ্বাপদের ভয়ে চিত্ত কভু হয়নি মলিন।
ভালমন্দ না বুঝেই একা দিয়েছি হাঁটা,
তাঁর দয়ায় দূ্র হয়েছে পথের যত কাঁটা।
পথের সাথী যারা হয়েছিলে তোমরা সবাই,
তোমাদের ঋণ যেন কভু ভুলে না যাই।
তোমাদের জীবনে তুচ্ছ আমার অবদান,
আমার জীবনে তোমাদেরটা পাহাড় সমান।
ঢাকা
২৭ জুন ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪