কার্তিকের এই হ্রস্ব দ্বিপ্রহরে আমি অস্থির থাকি।
মনে হয়, গাছপালা ফুল পাখি প্রকৃতির সবকিছু
যেন বিষন্নমনে তপস্যায় বসা, গোধূলির খোঁজে।
খুঁজতে খুঁজতেই বিকেলটা হারিয়ে যায় অবেলায়।
দুপুরের পরেই সন্ধ্যা ঘনিয়ে আসে। টেবিলে বিক্ষিপ্ত
পড়ে থাকে কাগজ কলম, যাবতীয় বিল আর পত্রাদি।
অগোছালো মনের মতই ইতস্ততঃ ছড়ানো ছিটানো।
ত্রস্ত মনে যা গোছানোর কথা ভেবে অস্থির হয়ে উঠি।
আলস্য ঘিরে ধরে। দিনে ভাবি রাতে আর রাতে
ভাবি দিনে, এভাবেই দিনে দিনে দিন চলে যায়।
সবকিছু অগোছালো থেকে যায়। তবু বিক্ষিপ্ত চিত্ত
সময় করে লিখে চলে মনের কিছু কথা, কবিতায়।
ঢাকা
১২ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৬