ইসলামী লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) বাংলাদেশ নামের একটি সংগঠন রাজশাহী অঞ্চলের ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে। সোমবার দুপুরে ডাকযোগে চিঠিটি নাটোর প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর আসে। আর প্রেরকের ঠিকানা ছিল আইএলএফ রাজশাহী।
চিঠিতে ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া আছে।
সেখানে লেখা আছে রাজশাহী অঞ্চলের কিলিং মিশনে যারা আছেন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খাইরুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ, সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, সাংবাদিক শিবলী নোমান, সাংবাদিক আনু মোস্তফা, সাংবাদিক কাজী শাহেদ, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহাজান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও দৈনিক শানসাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, চিঠির বিষয়টি অবগত হওয়ার পর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।