কী এক সুতীব্র আকাঙ্ক্ষায় তোমাকে ছুঁতে চাই একটুক্ষণ,
তোমার রুক্ষ কঠিন খেটে খাওয়া হাত দুটো
ছুঁয়ে দেখিতো, কী মমতা লুকিয়ে রেখেছো
সেখানে, তুমি বলো যা কিনা শুধুই আমার
শোনো, একটিবার ওভার ব্রিজের ওপর আসো।
রৌদ্রকরোজ্বল দিন ঢেকে যাবে অদৃশ্য তমসায়।
যখন রাত ঢেকে দেবে আমাদের পরিচয় ।
তখন এসো,বড্ড ইচ্ছে করছে তোমায় ছুঁয়ে দেখি,
সেতুর ওপাশ থেকে হেঁটে আসা ব্যস্ত সমস্ত তুমি
আমিও নত মুখ পার হয়ে যাবো, আর সেই ফাঁকে।
সামান্য ছোঁয়ায় শুধু ছুঁয়ে যাবো তোমার আঙুল।
ছুটে চলা পথিকরা কি ভাবে ভাবুক, কিন্তু
আমি জানি তা হবে আমার
অনিচ্ছের অভিনয়ে ইচ্ছে ছোঁয়ার।