আমার ব্লগ লেখার ব্যাপারে যার সবচেয়ে বেশী অবদান তার কথা না বল্লেই না ! সে হলো আমার স্বামী । কোন ব্লগটা বেশী ভালো তা খুজে বের করা,সামহ্যোয়ারে রেজিস্ট্রেশন করা, হাতে ধরে কম্পিউটার চালানো, ছবি আপলোড করা সবই অনেক ধৈর্য্যের সাথে আমাকে শিখিয়েছে। ধৈর্য্য আর আমি দুই বিপরীত মেরুর বাসিন্দা !
ভারতের বিশাখাপটনমে হাতীর সাথে হাতী প্রেমিক
তাই ভাবলাম আজ সেই অসম্ভব ধৈর্য্যশীল, স্বল্পভাষী,প্রচন্ড ব্যাক্তিত্ববান লোকটার দেশ বিদেশে ঘুরে বেড়ানোর শখ ছাড়াও ভালোলাগার একটি বিষয় সম্পর্কে বলি।সাধারনত পুরুষ মানুষের অনেক রকম শখই থাকে যেমনঃ বিভিন্ন মডেলের গাড়ী, ঘড়ি, মোবাইল সেট এ ধরনের। কিন্ত এ সবের প্রতি তার কোনো আকর্ষনই নেই, তার শখ হলো ক্ষুদে হাতি সংগ্রহ যা আমি বিভিন্ন পোস্টে উল্লেখও করেছি এবং এ ক্ষেত্রে সে আপোষহীন।
আজ তার মোটামুটি বিশাল সংগ্রহশালা থেকে অল্প কয়টি হাতির ছবি দিয়ে একটা ছবি ব্লগ তৈরী করলাম । বিভিন্ন মুল্যবান পাথর এবং ম্যাটেরিয়ালে তৈরী হাতীগুলো জানিনা আপনাদের কেমন লাগবে.....
শ্রীলংকা থেকে আনা কাঠের হাতী
পাথরের তৈরী হাতী
হাতির দাতের তৈরী হাতী
নেপালের এ্যন্টিক হাতী
জেডের তৈরী হাতী
থাইল্যান্ডের সিরামিকের হাতী
মায়ানমারের শ্বেতপাথরের হাতী
কয়েকটি বিভিন্ন পাথরের তৈরী হাতী
ইজিপ্ট থেকে আনা আকিক পাথরের তৈরী হাতি
ইন্ডিয়ার ইনলে ডিজাইন করা হাতী
স্যান্ডস্টোনের হাতী
বিভিন্ন মেটালের তৈরী হাতী
চীন থেকে আনা পাথরের হাতী
ভেনিস থেকে আনা মুরানো গ্লাসের নীল হাতীর সাথে কাচের হাতী
মালয়েশিয়া থেকে আনা সবুজ পাথরের চোখ আলা হাতী।
পিতলের তৈরী হাতী
আর বেশী দিলে লোড হবেনা তাই এই অল্প কয়েকটি দিলাম মাত্র।এই ছোটো ছোটো হাতি সারা বিশ্বে মোটামুটি যত জায়গায় পাওয়া যায় সেখান থেকেই নিজে এনেছে বা কেউ যদি জিজ্ঞেস করেছে তার জন্য কি আনবে তবে সে এই ছোটো হাতির কথাই বলেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭