ব্যংককের অর্কিড বাগানে
ব্যাংককে থাইরা একটাই ইংলিশ জানে সেটা হলো হ্যাভ ।
কিছু কিনতে গেলেই একটা ক্যালকুলেটর নিয়ে আসবে দাম লিখে এগিয়ে দিবে,
আর আমি যদি একটা লিখি তখন বলবে, নো হ্যাভ ম্যাডাম, নো হ্যাভ ।
একবার আমি কি একটা ইংলিশ এ কথা বলছি আমার স্বামী বল্লো 'এখানে একটা হ্যাভ বসবে',
আমি বল্লাম 'শোনো আমি হ্যাভ ছাড়াই ইংরাজী বলবো,
কারন থাইরা এত হ্যাভ শিখেছে বলেই কোনো ইংরেজী শিখেনাই!
একবার সেন্ট্রালের পাশে রাস্তার ধারের এক চায়ের দোকানে চা অর্ডার দিয়ে অপেক্ষা করছি ,হটাৎ মনে হলো আমি তো চায়ে চিনি খাইনা, আমি খুব আস্তে আস্তে তাকে একটা আঙুল দেখিয়ে কাপের দিকে ইশারা করে বল্লাম ওয়ান কাপ, নো সুগার।
সে সাথে ঝটপট সব কিছু বন্ধ করে আমাদের মুখের দিকে চেয়ে রইলো! আমরাতো অবাক ! আমার ছেলে বল্লো আম্মু তুমি কেন এদের সাথে ইংরাজী বলতে যাও!
আমি শুধু বল্লাম এটুকু ইংরেজীও যদি না বোঝে তবে এত বছর ধরে আমেরিকানদের সাথে চলছে কি করে ?