হেফাজতে ইসলামী বাংলাদেশ । একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন । এর উৎপত্তি আল্ জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী থেকে । মূলত এটি একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান । তথা মাদ্রাসা । এখান থেকেই মাওলানা আল্লামা শফি যিনি কিনা অত্যন্ত স্বনামধন্য একজন ইসলামিক ব্যক্তিত্ত্ব, তার পরিচালনায় যাত্রা শুরু হয় এই সংগঠনটির ।
৫ই মে ও ৬ই মে জরিপে দেখা যায় সর্বমোট তিন হাজার হেফাজতে কর্মী শহীদ হয় এবং প্রায় দশ হাজার আহত হয় । আরও অসংখ্য হেফাজতে কর্মী ও সমর্থক নিখোঁজ হয় । আসলে কি ঘটেছিল ঐ রাতে ? এটি জানার জন্য নিচের ডকুমেন্টারি ভিডিওটি দেখবার অনুরোধ রইলো । ডকুমেন্টারিটি অবশ্য ইংরেজিতে ।
৬ মে গনহত্যার উপর complete ডক্যুমেন্টারী Eng)
আচ্ছা, সংবিধানে তো নতুন একটি আইন হয়েছে, আপনি বা আপনারা কি সেটি জানেন ? আইনটি হল, বঙ্গবন্ধু অথবা বঙ্গবন্ধুর পরিবারের নামে যেকোন প্রকার অপপ্রচার করলেই সাইবার ক্রাইমের আন্ডারে সর্বোচ্চ সাত বছরের জেল । (যদিও এই আইনের মতে মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জনাব সজীব ওয়াজেদ জয় কি করে বঙ্গবন্ধুর পরিবারের একজন হয়, সেটা নিয়ে আমিও আজও সন্দিহান) । জী, হ্যাঁ, এই কারণেই এরকম একটি ঘটনা অত্যন্ত পরিস্কার ও সুন্দরভাবে ধামাচাপা দিলেও আমি বা আপনি মুখটা বন্ধ রেখেছি । কিন্তু একজন মুসলমান হওয়ার কারণে এর প্রতিবাদ না হোক, কমপক্ষে অত্যন্ত দুর্বল ঈমানী হিসেবে মন থেকে ঘৃণা করার নির্দেশ আছে আমাদের ইসলাম ধর্মে । তাই তো সেদিন যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে আল্লাহ্র রাস্তায় শহীদ বলছি ।
ছবি দেখতে চান ? নিচের লিংকটিতে ক্লিক করুন । কতটা বীভৎস সেই ছবি, আপনি দেখলে শিউর আপনার চোখ থেকে পানি চলে আসবে ।
হেফাজতি গণহত্যা ; ৫ই মে ও ৬ই মে
আশা করি, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরকম হাফেজ-আলেম-মাওলানা-ছাত্রদের হত্যাকারীদের বিচারের ব্যবস্থা আল্লাহ্ তায়ালা একদিন না একদিন ঠিকি করবেন । আচ্ছা, একজন যদি অন্য কারও ধর্মের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, তাহলে তার বিরুদ্ধে অথবা তার বিচারের জন্য কি শান্তিপূর্ণ আন্দোলন করাও অপরাধ ? আর যে আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা গুলো চালালেন তাদের ঘরে কি মা নেই ? বাবা নেই ? ভাই নেই ? বন্ধু নেই ? আত্মীয় নেই ? জানি না, আমি কনফিউজড ।
মিডিয়াপ্রচার বন্ধ, সমস্ত শহরের লাইট নিভিয়ে দেওয়া, হেফাজতে কর্মীরা নাকি কুরআন পুড়িয়েছে (আস্তাকফিরুল্লাহ) বলা ইত্যাদি কি সকল ঘটনার মুখোশ খুলে দেয় না ? এগুলো অস্বীকার করেই বা কি করে যে কেউ একজন......
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৫ রাত ১২:৫৪