লেখাটি যে লিখবো সে আশা ছিল না । কিন্তু কি আর করার । হঠাৎ এই লিংকের লেখাটি পড়ে কিছু না লিখে পারলাম না ।
লিংকটিঃ জায়েদুল আহসান পিন্টু - বাঙালি মুসলমানের ধর্মীয় অনুভূতি
আসলেই জায়েদুল আহসান পিন্টু ভাইয়ের লেখাটি পুরোটাই ধৈর্য্য ধরে পড়লাম । (আমার পরবর্তী লেখা পড়ার জন্য আপনারাও একটু কষ্ট করে পড়বেন) । তার লেখাটির সারমর্ম ছিল আমরা বাঙালীরা নাকি সর্বক্ষেত্রেই ধর্মকে অজুহাত হিসেবে ব্যবহার করি । (লেখাটি অনেকটাই এরকম) তাছাড়া তার আরও প্রশ্ন আমরা কেন এত ধর্মপ্রবণ ? বাংলদেশে বেশিরভাগ মুসলমান, তাই তিনি মূলত মুসলমানদের কারণেই এই কথা বলেছেন এটা পরিস্কার । তার লেখাটি আর কমেন্টগুলো পড়লাম । পড়ে আমার মনে তার প্রশ্নের কয়েকটি উত্তর তৈরি হয়েছে । সেগুলোই দেয়ার জন্য আসলাম । আপনারা দেখুন তো, উত্তরগুলো কেমন ।
(আমার করা প্রশ্নগুলো জাহেদুল আহসান পিন্টু ভাইকে উদ্দেশ্যে)
১. ৫ই মে তে ঢাকার শাহবাগে হেফাজতে ইসলামের নামে যে তান্ডব চালানো হয়েছিল, আপনি কি তার চাক্ষুষ সাক্ষী ? নাকি আপনি মিডিয়ার লোক হয়ে সেখানটা পুরোপুরি কভার করেছেন ? ভুলে যাবেন না, সেই ঘটনা সরাসরি দেখানোর অপরাধে এখনও ইসলামিক টিভি ও দিগন্ত টিভি এখনও বন্ধ করে রাখা হয়েছে ।
২. আপনি বাক স্বাধীনতার নামে লতিফ সিদ্দিকিকে ডিফেন্ড করেছেন অনেকটাই । আসলে আমরা বাঙালি মুসলমানরা পুরোপুরি ধার্মিক না হতে পারি, কিন্তু আমাদের অনেকের মাঝেই আমি চেষ্ঠাটা দেখেছি । এমন লেখা পড়িয়ে তাদেরকে আরও কনফিউজড করা হচ্ছে ।
৩. ধর্মভিত্তিক দলগুলা বেশি ভোট পায়না, এর একটি কারণ হতে পারে ভোটের আগের অবস্থা । আমি শুনিনি, হয়তো আপনি শুনেও থাকতে পারেন কিন্তু আজ পর্যন্ত ধর্মভিত্তিক দলগুলার বিরুদ্ধে ভোটের আগের রাতে টাকা ছড়িয়ে ভোট কেনার খবর জানা যায়নি । কিংবা মরণঘাতি হুমকিও দিতে শুনা যায়নি ।
৪. ধর্মভিত্তিক দলগুলার ছাত্র সংগঠন তেমন থাকে না । আর যদি থাকেও তাদের মধ্যে অন্তকন্দলের খবর আপনি শুনতে পাবেন না । কিন্তু বাকী দলগুলার অবস্থা দেখুন ।
৫. একটি ধর্মনিরপেক্ষ দেশের কথা যদি বলেন, তাহলে তো অনেক কথায় বলতে হয় । আমার এক ফেসবুক বন্ধু সেদিন দেখলাম একটি লিংক শেয়ার করেছেন পশু হত্যা করে কুরবানি কেন ? অবশ্যই তিনি অন্য ধর্মাবলম্বী । কই, আমি বা আপনারা তো তাকে সেদিন কিছু বলতে যায়নি ? এরপরও কি আপনি বলবেন আমরা অন্য ধর্মাবলম্বী মানুষদের প্রাপ্য সম্মানটুকু দেই না । কিছু মানুষ হয়তো মন্দির ভাঙ্গছে, গির্জা ভাঙ্গছে । হ্যাঁ, ভাঙ্গছে । আপনি তাদেরকে মুসলমান বলছেন ? কোথায়, ইসলামে কি এসবের প্রতি সমর্থন আছে ? খোঁজ নিয়ে গিয়ে দেখেন তারা এক ওয়াক্ত নামায পড়ে না । খালি নামে মুসলমান হলেই কি সে মুসলমান হয় ?
৬. আপনার লেখাটির কমেন্টগুলা পড়ে আরেকটু হাসলাম । কেউ কেউ মুসলমান হয়ে লজ্জা পাচ্ছে আবার কেউ আবার মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে বলে নিজেকে ধিক্কার দিচ্ছে । আচ্ছা, ভাই, একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি সাচ্চা মুসলমান ? ইসলামে পাক্কা মুসলমান আর কাফেরদের মধ্যে মধ্যবর্তী কোন জায়গা নেই । তাহলে আপনি কোন দলে পরছেন ? উত্তর আশা করছি ।
৭. আমরা তো পকিস্তানকে গালাগালি করছি ২৩ বছর আমাদের উপর অমানুষিক অত্যাচার করার জন্য । আসলেই ঠিক, করাই উচিৎ । সত্যি কথা বলতে গেলে, মাঝেমাঝে আমিও করি । কিন্তু পরের এই ৪৩ বছর অত্তাচার করার জন্য আপনি ভারতকে কতটুকু গালাগালি করছেন ? অবাক হবেন না, এর যথেষ্ঠ প্রমাণও আছে । কই, আপনি তো ভারতের লোকদের রোল মডেলই ভাবছেন । তাই না ?
৮. আজ ভারতের ধর্ম নিরপেক্ষতার সাথে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার মিল খুজে পেলেন নাকি আপনি ? তাই ? আচ্ছা, বলুন তো, ভারতে হিন্দু ধর্মের লোকদের দ্বারা অন্য ধর্মের কত লোক প্রতি বছর অত্যাচারিত হয় ? অথবা মারা যায় ? এর হার কত ? আর বাংলাদেশে ? হা হা হা, বুঝছি, ভুল বুঝতে পেরেছেন । থাক, আর কিছুই বলবো না ।
ভাই, আমরা বাঙ্গালী । মুসলমান, বেশিরভাগ ক্ষেত্রেই । কিন্তু সাচ্চা মুসলমান হয়তো হতে পারেনি । আপনি কি সেই সুযোগটিও দেবেন না ? নাকি চাচ্ছেন না ? নাকি ধর্মীয় নিরপেক্ষতার কথা বলছেন (আসলে ধর্মীয় নিরপেক্ষতা বলতে কিছুই নেই । স্রেফ রসিকতা । হয় এস্পার নয় ওস্পার) ?? কেন, জানি, অনেক অনেক কিছু জানতে ইচ্ছে করে ।