কবি মানে ......
কবিতার সাথে নিত্যখেলা করা
কবি মানে ......
জীবনটাকে অবলীলায় হেলা করা ।
কবি মানে ......
সাম্যের গান জোর গলায় গেয়ে যাওয়া
কবি মানে ......
বিজয়টাকে ছিনিয়ে নিয়ে নিজের হাতে পাওয়া ।
কবি মানে ......
আকাশপানে মেঘ হয়ে উড়ে চলা
কবি মানে ......
পাখি হয়ে কুহকুহ, মনের কথা বলা ।
কবি মানে ......
একরাশ সপ্ন সত্যি করার ইচ্ছা
কবি মানে ......
সাহসী বীরের মুখে শোনা যুদ্ধ কেচ্ছা ।
কবি মানে ......
কখনো বিশাল কখনো ছোট হওয়া
কবি মানে ......
শ্রদ্ধার সাথে দায়িত্ব বুঝে লওয়া ।
কবি মানে ......
অল্প নিদ্রায় কবিতায় ডুব দেওয়া
কবি মানে ......
ভুলে যাওয়া নিত্য নাওয়া-খাওয়া ।
কবি মানে ......
প্রেয়সীর পানে ভালবাসি ভালবাসি বলা
কবি মানে ......
একরাশ চুল ঝাকিয়ে হেঁটে চলা ।
কবি মানে ......
অদ্বিরক্তি ছোঁয়া, আর্দ্র বিলাসিতা
কবি মানে ......
নিষ্পেষিত প্রাণ, শুষ্ক নির্বাসিতা ।
কবি মানে ......
কত কথা বলা, চুপ না যায় থাকা
কবি মানে ......
কবিতায় প্রেম বাস্তবতাকে করে ফাঁকা ।
কবি মানে ......
একতায় বল, সবে মিলে করি কাজ
কবি মানে ......
কাপুরুষতায় ধিক্কার, হেরেও রবে না লাজ ।
কবি মানে ......
দিশেহারা মন, সৌন্দর্য সবল
কবি মানে ......
প্রকৃতিতে প্রেম, প্রাঞ্জলতা প্রবল ।
কবি মানে ......
ছুটে চলা দূরে, অজানাকে করে সাথী
কবি মানে ......
কল্পলোকে বাস, জেগে নিশি রাতি ।
কবি মানে ......
অশান্ত মন, হঠাৎ কিছুর অভাব
কবি মানে ......
বদলে যাওয়া, বলে দেওয়ার মহৎ স্বভাব ।
কবি মানে ......
কত আশা করা সব না হয় পূরণ
কবি মানে ......
ভিন্নসত্তা, যার হয়না কভু মরণ ।
কবি মানে ......
হাসতে হাসতে যুক্তিগুলোকে করা হত্যা
কবি মানে ......
সপ্নপানে চেয়ে থেকে মনে জাগে কবিসত্ত্বা ।
কবি মানে ......
বিবেকের ডাকে নিত্য না দেওয়া সাড়া
কবি মানে ......
ভয়সত্তার কাছে কখনো না যাওয়া হারা ।
কবি মানে ......
অনেক অনেক কিছু, বলো কি চাও তুমি শুনতে ?
কবি মানে ......
তবুও পারা, অনায়াসে, নিজের দোষগুলো গুণতে ।