গতকাল ১০ জুন, আমাদের ব্যান্ড “টিয়ারস অফ সাইলেন্সের” প্রথম মিক্সড অ্যালবাম “রেডিও মিক্সড” রিলিজ হয়ে গেল। সেই সাথে উদ্ভোদনী অনুষ্ঠানে একটি কন্সার্টও করলাম। অ্যালবামে আমাদের গানটি আছে ৭ নম্বরে। অ্যালবামটি মার্কেটে আজ থেকে পাওয়া যাবে আর নেটে পেতে আরো দুই একদিন সময় লাগতে পারে । সেখানে আমরা ছাড়াও “অনি ভাই(ওয়ারফেইজ)” এবং “সাদী ভাই (ক্রাল)” এর দুটি দারুন ইন্সট্রুমেন্টাল (গিটার) ট্রাক আছে। মোট ট্রাক আছে ১২ টি। মেটাল থেকে শুরু করে রক, পপ, ইন্সট্রুমেন্টালসহ বেশ কিছু ভিন্ন ভিন্ন সাধের গান নিয়ে অ্যালবামটি তৈরী হয়েছে।
যারা অ্যালবামে কাজ করেছেনঃ
১.টিয়ারস অফ সাইলেন্স (আমরা)
২. অনি হাসান (ওয়ারফেইজ)
৩. সাদী মুকতাফি (ক্রাল)
৪. আরটেমিস
৫. সাইলেন্ট টাইম
৬. ব্লু ঈপোক
৭. মেটালিয়ান্স
৮. ড্রট
৯. লষ্ট হরিজোন
১০. অবটিউস ও আরো অনেকে
অ্যালবামে আমাদের যে গানটি আছে তার নাম “সাদা তুলির আচর”। এই গানের অ্যাকোষ্টিক ডেমোটা হয়তো ইতোমধ্যে অনেকেই শুনেছেন। অ্যালবামের ভার্সনটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ইন্ট্রো লীডটা এখন আলাদা। সেই সাথে কিবোর্ডের ব্যবহার আছে। আশা করি অ্যাকোষ্টিক ভার্সনের চেয়ে অ্যালবামের ভার্সনটি হাজার গুন বেশী ভাল লাগবে। জানি না বেশী বাড়িয়ে বলে ফেললাম কিনা। তবে আমাদের প্রত্যাশা তেমনটাই। এ প্রত্যশা সত্যি হলে গানটি স্বার্থক হবে। আর যদি গানটি আপনাদের ভালো না লাগে তাহলে আগামীতে এর চেয়ে অনেক ভাল কিছু নিয়ে আপনাদের সামনে আসার ইচ্ছে ব্যক্ত করছি। ভাল লাগবেই এমনটা আগে থেকে বলা সম্ভব না। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি গিটারের তারে,ভোকালের আওয়াজে আর ড্রামসের ছন্দে শ্রোতার হৃদয়কে আন্দোলিত করার। সে চেষ্টার সফলতার ভাগটুকু না হয় আপনারাই নির্ধারন করুন।
আমাদের লাইন আপঃ
ভোকাল এবং রিদম গিটারঃ জ়ন রাসেল (আমি)
লীড গিটারঃ মানিক খান
বেস গিটারঃ ফয়সাল খান
ড্রামসঃ নোমান রহমান
ব্যাক আপ ভোকালঃ হিমেল হাসান
গানটি ডাউনলোড করুন এখান থেকেঃ সাদা তুলির আচর - টিয়ারস অফ সাইলেন্স (অ্যালবাম ভার্সন)
আর যারা এ্যাকোস্টিক ভার্সনটি আগে শোনেন নি তারা এখান থেকে শুনে নিতে পারেনঃ
সাদা তুলির আচর - টিয়ারস অফ সাইলেন্স (অ্যাকোষ্টিক ভার্সন)
আমাদের গান ভালো লাগলে ফেইসবুকে আমন্ত্রন রইলঃ
গ্রুপ ঃ Click This Link
পেজ ঃ Click This Link
আমাদেরকে এখানেও পাবেনঃ http://www.reverbnation.com/tearsofsilence
ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।
জন রাসেল (টিয়ারস অফ সাইলেন্সের পক্ষ থেকে)