আমি কাজী নজরুলের উল্কা নই-
গ্রীষ্মের তপ্তদুপুরের চাখোর ।
আমি উদাস নয়নে আকাশপানে
দেখিনা কভু ।শুয়ে থাকি দিনভর ।।
আমি সকালে পাখির ডাকে ঘুম ভাঙ্গিয়া-
পাখি শিকারী সেইলোক ।
আমি কাঠফাটা রোদে একাএকা-
ফুটবল মাঠে গোল দেওয়া এক ভদ্রলোক ।
এরা ভয় পায় আমায় ।
কেন পাবে না ?আমি যে
বড়ই নির্দয় !
চাষা-ভুষাদের সব- শালা ডাকি ।
আমি অঢেল এরা মেকি ।
রাধা-রাণীদের গোল-গোলা গাল
আমারই পছন্দ ।
হেতায় কবিতা লিখবো
যেভাবে ইচ্ছা ,দিবোনা কোনো ছন্দ ।।
রুখিবে কে আমায় ?
কে সে আজো চাইছে বিজয় ?
আজও পারবিনা ওরে পাবিনা তোরা ,
স্বপ্ন স্বাধীনতা ।
তোরা অন্ধ তাই
চাহিয়া আমি ,উপভোগী নিরবতা ।
সংগ্রাম বিনা কে দলায় মোরে
দেখিয়া নিবো আজি এই !
নির্লিপ্ত তোদের চোখেতে সেই
বাঁচিবার আগুণ তো নেই ।।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৫৫