"স্যারঃ মিঠু, বলতো গরু আমাদের কি দেয়
মিঠুঃ গরু? গরু আমাদের গুঁতো দেয় স্যার!!
জানি সবার মনে খটকা বলে কি মিঠু, গরু তো আমাদের দুধ দেয়, কিন্তু মিঠুর কি দোষ মিঠু তো গুতাই খাইছে তাই তার মনে গুতার ভাবনা।
ঠিক একইরকম ভাবনা থেকেই জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেছেন, "কেউ সুন্দরী নারীর লোভে, কেউ হিন্দুর সম্পদ লুক্তন, কেউ ভারতীয় স্বার্থ রক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নেয়। কেউই আন্তরিকতা কিংবা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেননি। অনেকেই ভারতের অখণ্ডতার সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন" ---ইত্তেফাক রিপোর্ট প্রকাশ: ৩১ অক্টোবর ০৭।
২০০৯ সালে ফরিদপুরের সদরপুরে জামাতের সহকারি সেক্রেটারী জেনারেল কাদেরমোল্লা স্বাধীনতা দিবসের অনুষ্টান চলাকালে সেখানে উপস্হিত হয়ে ব্যাঙ্গসুরে বলে, "কিসের স্বাধীনতা , কিসের স্বাধীনতা দিবস"এক পর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমুহের নেতা কর্মী , মুক্তিযুদ্ধা ও জনতা মিলে তাকে লান্ছিত করে । তার পান্জাবী টেনে ছিঁড়ে ফেলে ।(২০০৯ ২৭শে মার্চ সমকালে প্রকাশিত)।
এই শুয়োরটাকে তো এই কথার কারনেই তিনবার ঝুলানো উচিত ছিল নতুবা আর কিছুদিন পরে হারামীটা বলা শুরু করবে গোলাম আজমের নেতৃত্বে ওরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে।