আজ থেকে ১৫/২০ বছর আগে যখনই কাউকে জিগাসা করা হতো , ভাই ব্যবসা কেমন যাচ্ছে ?বেশীরভাগ উত্তর হইতো নেগেটিভ, আর বইলেন না ভাই , ব্যবসা এক্কেরে নাই , খুব মন্দা যাইতাছে ,ভাবতাছি ব্যবসাপাতি বন্ধ কইরা দিমু। এখনও যখন কাউকে জিগাসা করা হয় তখনও একই উত্তর আসে।মানে কারো মুখে কোনোদিন আমি সহজে শুনি নাই যে ব্যবসা ভালো যাচ্ছে , অথচ তাদের ছেলেমেয়েরাই ভালো জামাকাপড় পড়তাছে , ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তাছে, তাদের নতুন নতুন বাড়ী গাড়ী হইতাছে , বসুন্ধরাতে তো ভিড় লাইগাই আছে।ব্যবসা যদি তাদের কোনোদিনই ভালো না যায় তাহলে তাদের এত আর্থিক উন্নতি কেম্নে হয়।কেম্নে কি !!
একই জিনিস আমি খেয়াল করি পত্রিকাগুলোর বেলায় ও।সেই ১৯৯৪ থেকে আজকে ২০১৩ সাল পর্যন্ত হাতে গোনা কয়েকটা দিন ছাড়া কোনোদিন পত্রিকাতে কোনো ভালো খবর দেখি নাই , সমস্ত পত্রিকা জুড়ে হয় খুন ,রাহাজানি, ধর্ষন না হয় দেশের সর্বত্র সংকট আর না হয় দেশের সব সেক্টরে ভয়াবহ দুর্নীতি , ব্যবসা বানিজ্যে ধস, সকল মিল কারখানা বন্ধ হবার উপক্রম , শিক্ষা প্রতিস্ঠানে তালা ,পড়ার পরিবেশ নাই , সব শুধু খারাপ সংবাদ , পেপার পইড়া পইড়া কিছু না বুঝলেও এতটুকু বুঝতাম এত খারাপের ভিতর দিয়া গেলে তো দেশ ধ্বংস হয়ে যাবে , কিন্তু আমাকে অবাক করে দিয়ে দেশতো অনেক দ্রুতই আগায় যাচ্ছে এবং শুনতাছি আরো নাকি আগাবে।
এখন ঐসব গেয়ানী সম্পাদকদের কাছে আমার জানতে মন্চায় দেশে যদি প্রত্যেকদিন শুধু খারাপ ঘটনাই ঘটে তাহলে দেশ আগায় কেম্নে আর শুধু খারাপ না ঘটে যদি ভালো ঘটনাও ঘটেই থাকে দেশে তাহলে সেইগুলা মাঝে মাঝে পত্রিকাতে ছাপাইলে কার স্বার্থে আঘাত হানে ?
"কৌন বনে গা ক্রোড়পতি" র কোটি টাকার প্রশ্ন রইলো দুষ্টু প্রজন্মের কাছে ।
অফ টপিক : দুর্জনরা বলে প্রজন্ম নেগেটিভ কথাই বেশি খায়।তাইতো দুর্জন বিদ্বান হইলেও পরিতাজ্য।