নতজানু আমি পরাস্ত
তোমাদের ঝলমলে অট্টালিকার শহরে
অনাহুত আমি, উপেক্ষার ডাস্টবিনে,
ভিসাহীন তোমাদের নগরীতে এক জলজ্যান্ত উচ্ছিষ্ঠ ।
আমি পথের পাচালীর রথে চড়ে ঠায় দাড়িয়ে
দেখে যাই তোমারদের ফরমালিনে ডোবা সভ্যতা।
পর্বতোহোরন আর বিউটিফিকেশনে খুব ঝোক,
মুকুটে গোজা তোমার চকচকে পালক।
নীলাকাশে চোখ রেখে তুমি করো সুবিশাল সুদকষা ।
তোমার ধবধবে ফর্সা সাদা গোড়ালী
ডুবে যায় কচকচে কালো থকথকে কাদায় ,
আর তোমার ঠোটের ভাজে খেলে
অসুখের হাসি বিশুদ্ধ অপরিপূর্ণতায়।
এক পেয়ালা হেমলক হাতে
দেখি আমি প্রসংশিত সভ্যতার নীল ছবি,
শিহরিত সবাই ঘিরে ধরে - প্রত্যাশা পদবী।