মাননীয় সরকার, পারলেন নাতো।
দেশে নতুন করে দুইটা বাচ্চা করোনায় আক্রান্ত। প্রবাসী একজনের মাধ্যমেই বাচ্চা দুটো আক্রান্ত হয়েছে।
প্রবাসীরা দেশে এসে ফা** বলে গালি দিল আর অমনি প্যাকিং হয়ে গেলেন?
বাঙ্গালী হোম কোয়ারেন্টাইন কতটুকু মানবে জানেন না? টিভিতে দেখলাম, প্রবাসী একজন মনের সুখে এক হাতে সিরারেট নিয়ে অন্য হাতে লুঙ্গির এক মাথা ধরে বাজারে যাচ্ছে।
প্রবাসীদের অভিযোগ ছিল, হজ্জ্ব ক্যাম্পের পরিবেশ ভালো না। ফাইন, তাদের ভালো মানের হোটেল ভাড়া করে রাখতে পারতেন। ১৪ দিনে থাকা খাওয়া বাবদ কত টাকা লাগত? একটা বালিশের দামের চেয়ে নিশ্চয়ই বেশি না।
স্কুল বন্ধ করে দেয়ার পর ভয়তো আরো বেড়ে গেলো। সবাই গাট্টি বোচকা নিয়ে ঈদের খুশিতে বেড়ানো আরম্ভ না করলেই হয়।
প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে দেয়া কোন ভাবেই সঠিক সিদ্ধান্ত হয়নি।
এখনো সময় আছে তাদের সবাইকে ধরে আনেন। তাদের সংস্পর্শে যারা গিয়েছে তাদের ধরে আনেন। চাইলে সব কিছু এখনো কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। কদিন পর আর সে সুযোগ থাকবে না। বুঝিয়ে শুনিয়ে আনতে না পারলে কঠোর হন।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৭