অদক্ষতা আর চরম অব্যবস্থাপনায় ভরা এই অস্বচ্ছ প্রতিযোগিতার আয়োজক যারা, তাদের বিরুদ্ধে কেউই সোচ্চার নয়। সবাই এভ্রিলকে নিয়েই বিচার বিশ্লেষণে পড়ে আছি !
আমার কাছে য বিষয়টা গুরুত্বপূর্ণ তা হল এভ্রিল গাঁয়ের একজন কৃষকের মেয়ে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীর আলোঝলমল মঞ্চে সে ২৫ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম হওয়াটা চাট্টিখানি কথা নয়।
এভ্রিল না হয় কিছু কথা লুকিয়েছে, যা তার জায়গা থেকে বাংলাদেশের সামাজিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে যথেস্ট যৌক্তিক। এভ্রিল এর চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে রেখে অামি অাপনি এই শহরে ভালো মানুষ সাজার চেষ্টা করে যাই নিরন্তর
এসব প্রতিযোগিতায় একটা বিষয় সব সময় লক্ষ করা যায়- বেশ আর কম সবার পছন্দের প্রতিযোগী থাকে। নিজের পছন্দের প্রতিযোগী যদি কাঙ্খিত সাফল্য না পায় তবে সফলদের পিছনে লাগা শুরু। এভ্রিলও এর ব্যতিক্রম নয়। এভ্রিলের এক নম্বর সমস্যা সে চট্টগ্রামের মেয়ে। দ্বিতীয় সমস্যা গ্রামের মেয়ে। তৃতীয় সমস্যা তার বাপের নাম-দাম নেই, পোষা মাস্তান কিংবা বিশাল অট্টালিকা নেই।
এই কদিনের সামাজিক মাধ্যমে যা দেখলাম তাতে একটা কথাই মনে হয় "সুযোগের অভাবে সবাই চরিত্রবান!" !! এভ্রিলকে নিয়ে হয়ত অনেকেই অনেক প্লান পরিকল্পনা করেছিলেন আর তাদের জালে এভ্রিল ধরা দেয়নি। সেই ক্ষোভ থেকে তিলকে তাল বানিয়ে ক্ষোভ মিটালো মুকুট’ ফিরিয়ে নিলো । মুকুট যাকেই দেওয়া হউক তাতে কোন সমস্যা নেই। সম্পুর্ন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজকরা যদি সুন্দর ব্যাবস্থাপনায় আয়োজনটা শেষ করতে পারতেন তবে আজকের এভ্রিল কাহিনী হত না।
আমাদের এই সমালোচনা প্রবণ সমাজে কাউকেই ছাড় দেওয়া হয় না!! এই সমাজে সাকিব তামিম কোন এক ম্যাচে খারাপ খেললে তাঁদের মা-বোন-বউ তুলে গালাগাল দিতে ভুল করি না !! সেই রকম এভ্রিলকেও ছাড় দেওয়া হয় নি !! আয়জকদের প্রতি বক্তব্য থাকবে আপনারা এভ্রিল এর কাছ থেকে মুকুট কেড়ে নিয়েছেন ভাল কথা কিন্তু তার স্বাভাবিক জীবন কেড়ে নেবেন না। সুন্দরী প্রতিযোগিতার মুকুট নয়, এভ্রিলের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন স্বাভাবিক একটি জীবন।যদি তা সে না পায়, দায় থেকে যাবে এই সমাজের।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৪২