সামহোয়ারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে এর আগেও বনভোজন হয়েছে। আন্তরিক ইচ্ছে থাকলেও বিভিন্ন কারনে অংশ গ্রহনের সুযোগ হয়নি অনেকের। আবার অনেক ব্লগার বনভোজনে গিয়ে পুনরায় যাবার চিন্তায় আচ্ছন্ন আছেন। কয়েকজন ব্লগার এটা আয়োজনের উদ্যোগ নিতে বলেন। অনেকের ইচ্ছেকে বাস্তব রূপ দেয়ার জন্যই এই বনভোজন আয়োজনের চিন্তা।
সামহোয়ারইন ব্লগের ব্লগারদের আন্তরিক ভাবে আহ্বান জানাচ্ছি এই বনভোজনে অংশ গ্রহনের জন্য।
বনভোজনটা বনেই হতে হবে এবং সন্ধ্যার পুর্বেই ঢাকা ফিরে আসা যাবে এই বিবেচনায় গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানকে স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে।
একনজরে দেখুন :
তারিখ : ১৩ জানুয়ারী , শুক্রবার ।
স্থান : ভাওয়াল জাতীয় উদ্যান , গাজীপুর ।
চাঁদা : প্রতিজন ৫০০ ( পাঁচশত ) টাকা ।
যাতায়াত : শাহাবাগ, ঢাকা থেকে ঐদিন ভোর ৮:৩০ মি: বাস ছাড়বে।
রুট : শাহাবাগ - ফার্মগেইট - মহাখালি- উত্তরা - গাজিপুর
বিকল্প রুট : শাহবাগ- মিরপুর-আশুলিয়া বেড়ীবাঁধ- নন্দন পার্ক- কোনাবাড়ি-গাজিপুর
উপযুক্ততা : সামহোয়ারইন ব্লগের ব্লগারগন ও তাদের পরিবারবর্গ।
চাঁদা দিবেন : নিম্নের ব্যাংক হিসেবে: ( অন লাইন ব্যাংকিং )
১। M/S. SARDER ENTERPRISE
A/C : 2194-901-00416-5
PUBALI BANK LIMITED
২। SOMA TRADING CORPORATION
CD A/C No. 043-0210001049
JAMUNA BANK LIMITED
৩। KHAN SAIRAS ALAM
A/C : 127.101.99272
DUTCH BANGLA BANK LIMITED
চাঁদা দেয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি।
বিশেষ অনুরোধ : ফটোতোলক ব্লগারগনের অনুরোধ থাকবে ,ফটোতুলতে আপত্তি আছে এমন ব্লগারদের যেন ফটো তোলা না হয়।
অ:ক: ছাগুদের নিরাপত্তা পোষ্ট দাতা বহন করেনা।
আমাদের সকলের অংশ গ্রহনে এই বনভোজন হয়ে উঠুক আন্তরিক আন্তরিকতার অনবদ্য মেলা।