তৃতীয় বাংলা ব্লগ দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় :‘গণজাগরণে সোশ্যাল মিডিয়া ও সাইবার আইন।’
বাংলাদেশে বিকল্প ভাবনার মূল ও প্রধান উৎসই এখন ব্লগ। আমাদের সমাজ জীবনে এর প্রভাব বাড়ছে খুবই। ব্লগাররা কি পারেন তা আমরা মিশরে দেখেছি। আমাদের দেশেও এর সাফল্য কম নয় , যা আমরা সবাই অবগত আছি।
আগামী ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবসের জন্য এর আয়োজকগন প্রস্তুতি নেয়া শুরু করেছেন। দিবসের মুল উদ্যক্তা সামহোয়ারইন ব্লগ টিমের পক্ষ থেকে বিভিন্ন বাংলা ব্লগ সাইটগুলোর পরিচালকদের কাছে মেইল করা হয়েছিল। গত ১৯ নভেম্বর বিভিন্ন ব্লগ প্রতিনিধিদের এক সভাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ব্লগ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘গণজাগরণে সোশ্যাল মিডিয়া ও সাইবার আইন।’
বলা যায় আয়োজকগন ওনাদের কাজে বেশ ভালোই এগিয়েছেন। কিন্তু আমরা ব্লগারগন কি ভাবছি ব্লগ দিবস নিয়ে ? কেমন হওয়া উচিৎ ব্লগ দিবসের অনুষ্ঠান ? শুধু আয়োজকদের নিয়ে একটি দিবস পূর্ণতা পাবেনা। ব্লগারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ব্লগ দিবসকে পূর্ণতা দিবে । গত ব্লগ দিবস নিয়ে কিছু সমালোচনা হয়েছে। এলোমেলো অনুষ্ঠান মালা হয়েছে- এমন মতামত ব্যাক্ত করেছেন অনেকে। এটা কি এমন হওয়া উচিৎ যেখানে বিদগ্ধ জনরা গুরুগম্ভীর আলোচনার পর আলোচনা করবেন। অত্যন্ত দামী পরিধেয় পরিধান করে অনুষ্ঠানে গিয়ে ব্লগারগন চুপচাপ এসব দামি আলোচনা শুনবেন ? ( আমরা যারা রোটারির সাথে জড়িত, তারা রোটারির বড় অনুষ্ঠানে আলোচনা শুনতে শুনতে অনেক সময় ঘুমিয়ে পরি )। নাকি ব্লগারদের এই মহা-মিলনে আনন্দের মাঝে দিবসটিকে পালন করতে চাই ? কে কি ভাবছি আমরা এই দিবসকে নিয়ে ? মন্তব্যের মাঝে জানালে হয়ত দিবসটিকে আমরা সফলভাবে সার্থক করতে পারবো।
কেন ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস ?
প্রশ্নটা অবধারিত ভাবে আসবেই। অনেকের ভাবনা এটা শুধু সামহোয়ারইন ব্লগ দিবস। আমার নিজস্ব বিশ্লেষণে মোটেই তা নয়।
সামহোয়ারইন ব্লগের যাত্রা শুরু ১৫ ডিসেম্বর ২০০৫ সনে ব্লগার ইমরান ব্লগ স্রষ্ট ার দুপুর ২:২৬ টায় দেয়া পোষ্ট এর মাধ্যমে। পরদিন ১৬ ডিসেম্বর এর অফিসিয়াল যাত্রা। বাংলা ব্লগ ইতিহাসে সামহোয়ারইন ব্লগ বাংলা ভাষায় প্রথম কমিউনিটি ব্লগ হিসেবে আত্মপ্রকাশ করে। সময়ের পরিক্রমায় সামহোয়ারইন ব্লগের পথ অনুসরন করে আজ কমিউনিটি বাংলা ব্লগের সংখ্যা দাড়িয়েছে ৩০ এর অধিক । সামহোয়ারইন ব্লগ তাদের জন্মদিন পালন করেন ১৬ ডিসেম্বর অত্যন্ত ঘড়োয়া ভাবে । তবে আপনি ইচ্ছে করলে ঐ দিন যেতে পারেন জন্মদিনের কেক খাবার জন্য। কোন নিষেধ নেই।
সামহোয়ারইন ব্লগ প্রতিষ্ঠার ৩ বছর পরে এই ব্লগ পরিচালকগন বছরের একটি দিন বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা যায় কিনা এই চিন্তা মাথায় রেখে কাজ শুরু করেন।
কত তারিখে এই দিবসটি পালন করা যায় এনিয়ে অনেক প্রস্তাব আসে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮,১৯,২০,২১ ডিসেম্বরের পক্ষে বিপক্ষে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস
১৫ , ১৭ ডিসেম্বর বাদ দেয়া হয় ১৬ ডিসেম্বর বিজয়ের আগের / পরের দিন হিসেবে
২১ ডিসেম্বর কে বাদ দেয়া হয় , ২১ একটি বিশেষ দিন এই হিসেবে।
২০ বাদ দেয়া হয় তারিখটা কে কেউ বলবে কুড়ি কেউ বলবে বিষ একারনে।
১৮ শুনতে ভালো লাগেনা
১৯ শুনতে ও উচ্চারন করতে নাকি ভালো লাগে তাই ১৯
সবকিছু বিবেচনায় ১৯ ডিসেম্বর তারিখকেই বাংলা ব্লগ দিবস হিসেবে ঘোষনা দেয়া হয়। এটা যদি সামহোয়ারইন ব্লগের জন্মদিবস হতো তবে এত হিসেবের প্রয়োজন হতো না। আমার ধারনা , এই উদ্যেগ যদি অন্য কোন বাংলা ব্লগ নিতেন , সামহোয়ারইন ব্লগ টিম তাতে আন্তরিক ভাবেই সানন্দে অংশ গ্রহন করতেন।
কেন আমরা ব্লগারগন ব্লগদিবসে যাবো ?
আমার কাছে এই দিবসটি বাংলা ব্লগের অগ্রযাত্রা , সমাজ জীবনে এর প্রভাব , বর্তমান ও সম্ভাব্য বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং ব্লগারদের মিলন মেলা। আমরা বিভিন্ন ব্লগ এর ব্লগারদের দেখবো , যাঁদের লেখা আমরা পড়ি কিন্তু দেখিনি কখনো । অথবা পরিচিত ব্লগারদের সাথে আবার দেখা করবো।
প্রচার , দাওয়াত নামা , স্থান
ব্লগারদের মাঝে এই দিবসটি যাতে ব্যপক আগ্রহের সৃষ্টি করতে পারে , সেজন্য যে সমস্ত বাংলা ব্লগ অংশ গ্রহন করবেন , তাদের ব্লগ সাইটে নোটিশ বোর্ড বা ব্লগ পরিচালকদের পোষ্ট ষ্টিকি হিসেবে রাখা যেতে পারে।
বিকল্প মিডিয়া হিসেবে ব্লগের অবস্থান তুলে ধরে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সমুহে প্রচার কাজ চালানো যেতে পারে। যাতে আরো নতুন ব্লগার এসে বাংলা ব্লগকে সমৃদ্ধ করতে পারেন।
সামহোয়ারইন ব্লগের সব ব্লগারকে এই ব্লগ টিম মেইল দিয়ে ব্লগ দিবসে অংশ নেয়ার জন্য আমন্ত্রন জানাবেন । গত ব্লগ দিবসের মেইল নাকি অনেক ব্লগার গন পাননি। এবার আশাকরি সবাই পাবেন। অনেক সময় মেইল স্প্যাম এ জমা হয় - এটা লক্ষ্য রাখার জন্য ব্লগারদের কাছে অনুরোধ করছি।
গত দুই ব্লগ দিবস পালনের স্থান ছিল সামহোয়ারনইন ব্লগ এর কার্যালয়। এবারের স্থান সম্পর্কে মেইলে প্রতিবারের মতই জানানো হবে।
** আমাদের মত ও পথ বিভিন্ন হতে পারে। বিভিন্ন ব্লগে আমরা লিখে থাকি। কেউ ভালো লিখি কেউ ভালো লিখতে পারিনা। আসুন আমরা সব ব্লগারগন মিলিত হয়ে বাংলা ব্লগ দিবসকে বর্ণময় করি। সামহোয়ারইন ব্লগের ৯৫ হাজার রেজি: নিক এর মাঝে যে সব ব্লগার আগ্রহী আছেন - তাঁদের মতামত ব্লগ দিবসকে সফল করবে বলেই আমার বিশ্বাস।
অ:ক: ব্লগার হেমায়েতপুরী এবং ব্লগার মামুন হতভাগা এর সাম্প্রতিক পোষ্ট দেখে , ব্লগ দিবস নিয়ে কিছু লেখার চিন্তা করি। এটা তার বাস্তবায়ন।