আজ ১৭ ই মার্চ, হাউ কাউ পার্টির চেয়ারপারসন : রেজোওয়ানার জন্মদিন, যিনি ইতিমধ্যে একজন অত্যন্ত জনপ্রিয় ব্লগারে পরিনত হয়েছেন। শুভ হোক জনপ্রিয় ব্লগারের জন্মদিন।
কে এই রেজোওয়ানা ?
৬৯ এর সরকার বিরোধী তুমুল আন্দোলনের দিনগুলোতে আন্দোলনের সক্রিয় ছাত্রলীগ কর্মী , আমার মেজ ও সেজ ভাই, গ্রেফতার এড়াতে মাসের পর মাস পালিয়ে থাকতেন এক সুন্দর গ্রামে। আব্বা আম্মা তাদের দেখতে যেতেন প্রায়ই। ক্লাস টু তে পড়ুয়া আমিও যেতাম সাথে।
দিনের বেলা ইংলিশ প্যান্ট ( হাফ প্যান্ট ) পরে অনেক ঘুড়েছি ওই সুন্দর গ্রামের বনেদি ও সম্ভ্রান্ত দালান বাড়ী আশে পাশে।
দালান বাড়ীর প্রায় কাছেরই অন্য এক বাড়ীর মেয়ে আমার বড় ভাবি। ১৯৭১ যে ভাবি ও তার বড় মেয়ে অলৌকিক ভাবে বেঁচে গিয়েছিলেন পাক বিমানবাহিনীর নিক্ষিপ্ত বোমা হামলা থেকে। কিন্তু তার ভাই শহীদ হয়েছিলেন।
দালান বাড়ীর এক মেয়ে আমার মামি। আমার মামি আর আমি এখন একই শহরে থাকি। দালান বাড়ীর এক মেয়ে আজকের জনপ্রিয় ব্লগার রেজোওনার মা।
যেদিন জানলাম রেজোওয়ানার মা ঐ দালান বাড়ীর মেয়ে। ঐদিনই আমি ঐ বাড়ীর অনেক ছেলে মেয়ের নাম লিখে রেজোওয়ানাকে পাঠিয়েছিলাম। ওর মা এসব নাম দেখে অবাক হয়েছিলেন। রেজোওয়ানাও অনেক দিন আমার কাছে জানতে চেয়েছে , আমি ওনাদের জানি কিভাবে। ইচ্ছে করেই বলিনি এতদিন। আজ সবার সামনেই বলে দিলাম
সামুতে ও আমার সিনিয়র ব্লগার। ভাল থেক আমার প্রিয় ব্লগার। সৌরভ ও সোহা মনিকে নিয়ে এই জগতটাই যেন হয়ে ওঠে তোমার স্বর্গ।
@ দালান বাড়ীর ছবিটা রেজোওয়ানার কাছ হতে নেয়া।