আজ ১৪ ফেব্রুয়ারী জনপ্রিয় ব্লগার বাবুনি সুপ্তি এর শুভ জন্মদিন।
যার লেখার আমি খুব ভক্ত।
আমার খুব প্রিয় ব্লগারদের একজন উনি।
আমার প্রিয় ব্লগারের জন্মদিন উপলক্ষে আমার এই পোষ্ট।
শুভ হোক বাবুনি সুপ্তির জন্মদিন
স্নেহের বাসু,
অভিমানি বোন আমার,কোথায় হাড়িয়ে গেলি তুই ? হাড়িয়ে যাবার সময় একবারো ভাবলি না, তোর এই দাদা তোকে খুজে না পেয়ে বেদনায় নীল হবে ? তোর অভিমান তছনচ করে দিবে তোর দাদার সাজানো বাগানটা।
কিছুদিন আগে বায়না ধরেছিলি কাচের চুড়ি
পুতির মালা
হাওয়াই মিঠাই
কানের দুল
মাটির হাড়ি পাতিল
এই দেখ সব নিয়ে এসেছি তোর জন্য।
শুন্য উঠোনের দিকে তাকিয়ে থাকি আমি। কিছুদিন আগেও যেখানে ছিল তোর আর তোর বন্ধুদের উচ্ছলতা। ' ওপেন্টি বাইস্কোপ " চিৎকার শুনে, কত যে ধ্মক দিয়েছি তোকে
কিছুদিন পরপর তোর সুন্দর ছোট্ট পা দুটো রাংগাতি লাল আলতা দিয়ে,যা এখন কেবল বিবর্ন স্মৃতি
গতবার ফেরিওয়ালা দেখে কান্নাকাটি,বেলুন লাগবে তোর।কিনে দিতে পারিনি। এই দেখ কত বেলুন এনেছি।
এলাকায় আবার মেলা বসেছে চড়কায় চড়া তোর খুব সখ
গান নাচ দেখে তুই খুবই খুসি হবি জানি আমি
ফিরে আয় তুই , ফিরে আয় ...............
আর লিখতে পারছিনা। চোখ দুটো ঝাপসা হয়ে হয়ে যাচ্ছে।
সব শেষে অনেক অনেক স্নেহ। জগতের সব সুখ যেন থাকে তোর সাথে।
ইতি -
তোর দাদা।
অঃকঃ এই দেখ আমি এখন আর রাগ করিনা > মনু ডাইলে লবন দিছ ? এই কথায়। যতবার খুসি বল আমাকে
প্রথম এবং শেষ ছবি দুটো : আমি বাসুকে যেভাবে দেখি তেমনই।
যাকে কখনো দেখিনি,যার সাথে কখনো কথাও হয়নি,তেমনই একজন ছোট বোন আমার এই বাসু।
ভালো থেকো আমার প্রিয় ব্লগার বাবুনি সুপ্তি ।
কৃতজ্ঞতা
১। ব্লগার রেজোওয়ানা,যিনি আমাকে বেলুন আর শেষের ছবিটা খুজে দিয়েছেন ।
২। ব্লগার মাহী ফ্লোরা,যার ফটো ব্লগ হতে,আমি হাওয়াই মিঠার ছবিটা নিয়েছি।
৩। ব্লগার রিতা ইসলাম,যিনি আমাকে ওপেন্টি বাইস্কোপ দিতে বলেছেন ।