জিসান আপনার বুড়ো মস্তিস্কের কোষগুলো দুর্বল ছিল। হাতুরী আর বাটাল দিয়ে ,মাথার খুলি খুলে মস্তিস্কে সামান্য একটু চাপ দিয়ে দিয়েছি।
হার্টটাও কেমন জানি এলোমেলো ছিল। বুক খুলে হার্টটাকেও কিছুটা মেরামত করে দিয়েছি। এখন আপনি সামুর সাথে আপনার স্নৃতি খুব ভালো ভাবে মনে করতে পারবেন। যান মনের সুখে ব্লগান
আমি জিসান শা ইকরাম। সামুতে যৌগিক লেখা লিখি। অনেকেই বলে থাকেন " একটাও তো মৌলিক লেখা লিখতে পারস নাই বেটা, যত্তসব ...... ছাল লেখা লিইখ্যা সামুর প্রথম পাতা নষ্ট করছ "। আমি তাদের কথা মেনে নিয়েছি। আমি যৌগিক লেখা লিখি। মৌলিকের বিপরিত যৌগিক।
প্রথম লেখা,প্রথম মন্তব্য
সামুতে রজিস্ট্রেশনের প্রায় দুই মাস পর প্রথম পোষ্ট দেই ১৮ নভেম্বর ২০০৯ এ। কেউ পড়ে কিনা , কেউ কমেন্টায় কিনা, শুধু রিফ্রেশ দিতে থাকি। বাসার পিসিতে মেঝ ছেলেকে বসিয়ে রাখি, বাবা কেউ কমেন্ট দেয় কিনা দেখবা। কমেন্ট দেখার যৌথ অভিযান ব্যর্থ। আমার লেখাটা আমরা ২ বাপ বেটা বারবার দেখি, পঠনের সংখ্যা শত হতে হাজার ছাড়িয়ে যায় । কেউ দেখলো না
২য়,৩য় পোষ্টের কাহিনী ও এক
৪র্থ পোষ্ট দিলাম ২০১০ এর জানুয়ারীর ৭ তারিখ। সেইফ হবার পর প্রথম পোষ্ট। প্রথম পাতায় আমার লেখা , আহা কি আ্নন্দ। অপেক্ষা। বাবারা , মায়েরা , ভাই , বোনরা-একটা কমেন্ট দে দে দে । একটা রিফ্রেশ দিলাম, ঐ তো ঐযে আমার লেখায় প্রথম মন্তব্য সত্যি দেখছি তো ? হ্যা সত্যিই তো
আমার ব্লগে প্রথম মন্তব্য কারি ব্লগার : ধনী হতে চাই। স্যালুট আপনাকে। জানিনা আপনি ধনী হতে পেরেছেন কিনা । ঐ পোষ্টে ঐদিন আরো মন্তব্য করেছিলেন,পোকা , সত্য কথা তাই তিতা লাগে,রুদ্ররায় , সায়েম মুন
বেশ মজার ছিল মন্তব্য গুলো। আমি নাকি বেকুব , আমি নাকি মহাবান্দর। সায়েম মুনও আমারে চোখ টিপ দিয়া ভেঙ্গাইছে।সায়েম মুন কি আমারে মাইয়া ভাবছিল ? দেখুন
১। ধনী হতে চাই বলেছেন: আমারটাও হবে
২। পোকা বলেছেন: বেকুব , এইটা একটা পোষ্ট হল?
৩। সত্য কথা তাই তিতা লাগে বলেছেন: বেকুব , এইটা একটা পোষ্ট হল? শরমাইয়েন না লেইখা যান .........
৪। রুদ্ররায় বলেছেন: আপনি মহা বান্দর
৫। সায়েম মুন বলেছেন: মুই কি হনু রে---মোর ভাতার চৌকিদার স্বাগতম আর ব্লগানি চালায় যান
মজার বিষয় , আমার প্রথম লেখাটায় প্রথম মন্তব্য আসে,পোষ্ট দেবার প্রায় এক বছর পর ১৪ ই নভেম্বর, ২০১০।মন্তব্যকারী : দু-পেয়ে গাধ
এরপর টুকটাক লিখি , কিছুকিছু মন্তব্য আসে। খুব খুসি হই আমার প্রিয় একজন ব্লগার লেখাজোকা শামীম ভাইয়ের আমার ৫ম লেখায় মন্তব্য পেয়ে। আমি ভাবতেই পারিনি , ওনার মত একজন সিনিয়র ব্লগার আমার এখানে মন্তব্য করবেন। আর এক প্রিয় ব্লগার যোগী ভাইও ওখানে লিখেছিলেন।
সামুতে প্রথম ধাক্কাঃ
এর মাঝে আমার একটা পোষ্টে আমাকে এমন একজন ব্লগার গালি দিলেন, যে আমি হতবাক হয়ে গেলাম। ওনার লেখার খুব বড় ভক্ত আমি। ওনার সব লেখা পড়ি। এত বড় একজন ব্লগার হয়ে আমাকে এমন বলতে পারলেন ? কিছুদিন আগে আবিস্কার করি, সামুতে আমার বিরোধী কিছু ব্লগার আছেন, যারা আমাকে ব্যক্তিগত ভাবে জানে, আমি তাদের জানিনা,কোন বিশেষ কারনে আমকে ওনরা অপছন্দ করেন। বিষয় বস্তুর বাইরে ব্যক্তিগত আক্রমন করেন। এই সব অস্তিত্তহীন ব্লগাররা ঐ গালিদাতা সিনিয়র ব্লগারকে আবার পীর মানেন। তাদের কাছে উনি সামুর সবচেয়ে ভালো এবং সন্মানিত ব্লগার। সত্য কথায় যত দোষ ই থাকুকনা কেন, ওনাদের সুচিন্তিত মতবাদে নষ্টালজিয়ায় আক্রান্ত হয়ে উনি হয়তো আমকে রামছাগল বলেছিলেন। কিন্তু আমি তা মনে রাখিনি। ওনার পোষ্টে নিয়মিত মন্তব্য করেছি। উনিও ভুলে গিয়েছেন। আমার পোষ্টে নিয়মিত মন্তব্য দিয়েছেন। তবে আমি ওনার সেই মন্তব্যের জবাব আজো দেইনি । জবাব খুজে পাইনি এখনো।
আপন/পর বোঝার জন্য আগষ্ট,২০১০ তে একটা পোষ্ট দেই নিয়মিত না হওয়ায় বুঝতে পারছিলাম না,রাজাকারের পক্ষ বিপক্ষ ব্লগারগন কারা ? নিয়মিত লেখার ইচ্ছের কারনে,এটা জানা খুব জরুরী ছিল আমার কাছে। এক সিনিয়র ও মেধাবী ব্লগারের একটা পোষ্টকে বেইজ করে , একটা লিষ্ট করা শুরু করি । লিষ্ট দিয়ে পোষ্ট দিলাম। কাউকে জানিনা , কেউ আমাকে জানেনা। শুরু হলো কৌতুহল। আমি তখন এমনই একজন ব্লগার যে ,সামুর খুব শান্ত মেয়ে কিনাদি পর্যন্ত আমাকে ঐ পোষ্টে ঝারি দেয়
ঐ পোষ্টেই পরিচয় , আব্দুল্লাহ আল মনসুর( মামা বলতে বলতে অস্থির করে ফেলছিল ) , রাতমজুর, রুদ্র প্রতাপ, দুখি মানব , কাউসার রুশো, প্রভাষক, কিনাদি, যারা সবাই খুব ভাল এবং জনপ্রিয় ব্লগার। এখন পর্যন্ত আছি একসাথে। কৃতজ্ঞ ত্রিভুজ ভাইয়ের প্রতি।
নিয়মিত ব্লগার
আস্তে আস্তে আসক্ত হচ্ছি। ব্লগারদের সাথে পরিচয়ের খুব ইচ্ছা। সুযোগটা আসলো মনসুরের আড্ডা পোষ্টে। ১ অক্টোবর ২০১০ এ গেলাম শাহাবগের ব্লগারদের আড্ডায়। পরিচয় হলো আমার অনেক প্রিয় সামুর ব্লগারদের সাথে। সন্মান,শ্রদ্ধা,ভালোবাসায় আপ্লুত হলাম। নিয়মিত চলে যোগাযোগ । দেশকে নিয়ে সবার সুচিন্তা , সামুর প্রতি ভিন্ন ভালোবাসা এনে দেয়। এরপর বোটানিক গার্ডনে ফটোব্লগ, সর্বশেষে ১৯ দিসেম্বর ২০১০ এর সামু অফিসে ব্লগ দিবসে অংশগ্রহন। ভেবেছিলাম , ব্লগ দিবসের অনুস্ঠানে ব্লগারদের পাশাপাশি মডুদের সাথে পরিচিত হবো। কিন্তু ওখানে প্রিয় ব্লগারদের সাথে আলাপ করতে করতে মডুদের কথা ভুলেই গিয়েছিলাম। কোন মডুদের সাথে পরিচয়ই হলোনা আগামী ব্লগ দিবস পর্যন্ত বেচে থাকলে , তখন নাহয় পরিচিত হবো
কি লিখি আমি?
দুএকটা অনুগল্পও লিখবো ভাবছিলাম।একটা লিখেওছিলাম। অতি স্নেহের বাসু উপদেশ দিল "ভাইয়া , তোমার ফান পোষ্টগুলো ভালো হয়,ওটাতেই থাকো।" আমার সিনিয়র ব্লাগার। সামু সম্পর্কে ধারনা আমার চেয়ে তার অনেক বেশি। তার পরামর্শ মেনে নিলাম। ফানের মাঝেই বলে ফেলি অনেক কিছু। কেউ বোঝে , কেউ বোঝে না। না বুঝলেও নির্মল আনন্দতো পাচ্ছে। আমার আসল উদ্দেশ্য তো তাই
যাদের লেখা পড়ে আমি সামুর প্রতি আগ্রহী হয়েছি, সেই সব জনপ্রিয় , মেধাবী ব্লগাররা এখন অনেকেই নেই। অথবা খুব কম আসেন। আমি জনপ্রিয় কিনা জানিনা , তবে সবার অনেক কাছের লোক হতে চেয়েছি। মানুষ এসব লেখে চলে যাবার সময়। আমার কি ঐ সময়টা কাছে চলে আসলো ? যা লিখতে চেয়েছি , তা তো লিখতেই পারলাম না এখনো
উৎসর্গ :
১। আমার লেখায় প্রথম মন্তব্য কারি ৫ ব্লগার : ধনী হতে চাই , পোকা , সত্য কথা তাই তিতা লাগে, রুদ্ররায় , সায়েম মুন
২।আমার প্রথম লেখায় প্রথম মন্তব্যকারী : দু-পেয়ে গাধ
৩।আমার সবচেয়ে কাছের নির্মোহ বন্ধু,যার কাছ হতে আমি সামুর কথা জেনেছি : ব্লগার ছাইরাছ হেলাল।