ঘুম হতে জেগে হঠাৎ ইচ্ছে হলো, আজ এমন এক জায়গায় যাবো, যেখানে গাড়ী নিয়ে যাওয়া যায় না। নির্মোহ বন্ধুকে বলার সাথে সাথে রাজী। ততক্ষনে স্থির করে ফেলেছি, পেয়ারা বাগান যাবো। যেখানে বর্ষা মৌসুমে যোগাযোগের একমাত্র যানবাহন হলো নৌকা। মাটির রাস্তা এখনো। মটর সাইকেল চলে এখন। একটা অটোরিক্সা সারাদিনের জন্য ভাড়া নিলাম। চলছি আর চলছি। পেয়ারা বাগানের মাঝে পৌছে প্রথম ছবি। কিন্তু একি ? স্নাপটা নেবার ঠিক আগ মুহুর্তে বালিকার মুখ অন্যদিকে। বালিকা নিশ্চয়ই সামুর ব্লগার। নিজকে চিনানো যাবেনা
চলছি আর দেখছি
উঠোন
মাঝে মাঝে কিছুটা পাগলামিও করি আমি। আজও ইচ্ছা হলো। অপরিচিত কারো বাড়ীতে কিছু চেয়ে খাওয়া। কত খুসি আর আনন্দ পান ওনরা তা ভাবাও যায়না ! এক উঠোনে দেখলাম আমার কাংখিতজনকে। তদারকি করছেন তার পু্ত্রবধুর কাজকে। হয়ত তার নিজের ঐ বয়সের কথাও মনে করছেন।
ও দাদি, বাড়ীতে মোয়া সন্দেশ নাই কিছু ? খুব ক্ষুধা লেগেছে। দাও তাড়াতাড়ি।
ওবৌমা কে এলো দেখতো , আমি তো চিন্তে পারছিনা। নাড়ু আছেনা , নারকেলের নাড়ু ? এনে দাও ওকে ।
ধান নাড়তে থাকা বৌমা দৌড়ে ঘড়ের ভিতর। কাসার প্লেটে নারকেলের নাড়ু , পিতলের গ্লাসে পানি।
বৌমার পিচ্চিটা লজ্জা ঢেকে মডেলিং করলো ভালোই
আর এক পিচ্চিকে কোন ভাবেই আড়াল থকে সামনে আনা গেলনা
যাদের ঘাম/শ্রম আমাদের মোটাতাজা করার জন্য
পেয়ারা বাগান
যেদিকে চোখ যায় শুধু পেয়ারা বাগান আর অন্যান্য ফসলের ক্ষেত। কোন জমিই অনাবাদী নেই।
মেঠোপথের দুদিকে পেয়ার বাগান।পাশে লাউ / কুমড়া / শিমের গাছ।
মাঝে মাঝে চারিদিকে পেয়ারা বাগান, মধ্যে সবজী বাগান
প্রতি সাড়ি পেয়ারা গাছের পাশে এরকম নালা ( স্থানীয় ভাবে পাইকা,কান্দি বলে) থাকে। যাতে বর্ষাকালে নৌকায় পেয়ারা নেয়া যায়
বর্ষাকালে এই ছোট নালা দিয়েই নৌকায় চলাচল, প্রতি বাড়ীতেই নৌকা আছে। নৌকা ছারা চলার উপায় নেই।
এটা কি ওয়েস্টার্ন মুভির কাউবয়দের কোন 'সেলুন' ?
কোন কাউবয় আমাদের বাধা দিল না। তবে দরজা আগলে থাকা এই কিউট বয়দের সড়িয়ে ঢুকতে হলো ওখানে
সিঙ্গারা ভাজা হচ্ছে। ঘ্রানে ক্ষুধা লাফিয়ে উঠলো
ও ছোটদি তারাতারি উঠাও ,গড়ম গড়ম খাবো। আমার গলা শুনে চমকে আমার দিকে তাকিয়া মাথায় কাপড় টেনে,গনগনে চুলার উপর হতে সিঙ্গারা উঠিয়ে দিল। হিন্দু মহিলাকে কোন মুসলিম ধর্ম প্রচারক , মাথায় কাপড় দেয়া শিখালেন ? এটা আমাদের বাংগালী ঐতিহ্য। শিখাতে হয়না।
ভিন্ন পথে ফেরা
অভাবের তাড়নায় কচি গাছ বিক্রী ও তা কুড়ালি দিয়ে কাটা
ফরিয়ারা নিয়ে যায় গাছ। আসলে নিয়ে যায় জনতার স্বপ্ন
টেনে হিচড়ে বয়ে নিচ্ছে সখের গাছ, জীবনকে বয়ে নেয়া , বেচে থাকা। নিজ জীবনকে বর্নহীন করে, আমাদের জীবনকে বর্নময় করা।
@@ সবশেষে একজন সৌখিন ছবিতোলকের ফটুক তোলার ছবি
যার কাছ হতে আমি ছবি তোলার অ আ শিখছি। তার তোলা ছবিব্লগের অপেক্ষায়