ছাগল অতি নিরীহ প্রানী। ছাগলে কামরিয়েছে এমনটা আমি দেখিনি। তবে ছাগলে গুতা দেয়। শিং থাকুক বা না থাকুক। উহার মাথা খুব ই শক্ত। মাঝে মাঝে ২ ছাগল মাথায় গুতাগুতি করে। ঠাস ঠাস শব্দ হয় তখন।
ছাগলে মাঝে মাঝে জিদ করে। তাহার ইচ্ছার বিরুদ্ধে সহজে হাটান যায় না। তখন ছাগলে শক্ত হয়ে দাড়িয়ে থাকে। উহাকে আমরা বরিশালের ভাসায় ছাগইল্লা খামি বলি। যখন ছাগলের এমনি ভাব জাগ্রত হয়- তখন গলায় গামছা / দড়ি বাধিয়া টানিয়া হেচরাইয়া নিতে হয়। ছাগলে যখন বুঝিতে পারে, আর ভাব নিয়া লাভ নাই,তখন সে হাল ছারিয়া দেয়।
ইহার মধ্যে আবার অনেক ভাগ / ক্যাটাগরী আছে। যাহা নিম্নে ফটো ও সংক্ষিপ্ত বর্ননা দিয়ে বুঝান হইল।
১) দলনেতা / গোত্র প্রধান
এরা ছাগলদের নেতা। এদের আংগুলি হেলনে অন্নান্য ছাগল পরিচালিত হয়। ইহারা মাঝে মাঝে মানুষের বেশ ধারন করে।মন্ত্রী হইবার ও খায়েস হয়। মানুষ তখন তাহাদের মন্ত্রী বানায়।
২)বহুরুপি ছাগল। বর্নচোরা ও বলা যায়।
ইহারা নিজেদের গোপন ইচ্ছাকে সফল করার জন্য অন্য বেশ ধারন করে।ছাগলীয় সভাব/চরিত্র গোপন করিয়া অন্য প্রজাতীর সহিত মিসিয়া থাকে। সুজোগ বুঝিয়া পুনরায় নিজ চরিত্র ধারন করে।
৩)বিনয়ী , সুবেশী ছাগল
এরা অত্যন্ত বিনয়ী , সুবেশ ধারি হইয়া থাকে। চোখে হালকা প্রশাধন ও মুখে হাসি লেগে থাকে। মিষ্টি মিষ্টি কথা বলিয়া- খুব সহজেই অন্যদের পটিয়ে ফেলে, নিজদের কর্ম সম্পাদন করে।
৪) লুল ছাগল
এরা খুবই লুল টাইপের হয়ে থাকে। আড়াল ,আবডাল , জানালার ছিদ্র, বাথরুমের ভেন্টিলেটর হইতে , চোখ দিয়া মনের লুকাইত বাসনা পুরন করে। বিভিন্ন বইয়ের দোকান ও হকারদের নিকট হইতে জানা যায় যে,
ও আমার রসের ভাবী.... এই জাতীয় চটি বইগুলো ইহারা সবচাইতে বেশি কিনিয়া থাকে
৫) কৌশলী ছাগল
ইহারা খুবই কৌশলী হইয়া থাকে। নিজদের রক্ষা করার জন্যে ইহারা - শত্রুর ছায়া তলে আশ্রয় নিয়া থাকে। শত্রুও ইহাদের পরম আদরে আশ্রয় দিয়া থাকে।
৬)কমান্ডো ছাগল
ইহাদের প্রশিক্ষন চলে গোপন জায়গায়। কিভাবে খাদ্য ( টার্গেট ) সংগ্রহ করিতে হয়। তাহা এই সব ট্রেনিং সেন্টারে শিখন হয়। অন্য প্রজাতীর কিছু জীব ইহাদের সর্বাত্বক ভাবে সাহায্য করে।
৭) স্যুইসাইডাল / জীবনবাজি রাখা ছাগল
এরা ছাগল প্রজাতীর একটা গুরুত্বপুর্ন অংশ। আদর্শের জন্য এরা , নিজদের জীবনকেও তুচ্ছ মনে করে।
কিছু কিছু ক্ষেত্রে অবশ্য ধরা খইয়া , মুগুরের বারি, গনপিটুনিতে মরিয়া গিয়া যত্রতত্র এমনি ভাবে পরিয়া থাকে।
৮) বোকা ছাগল
এরা খুবই সরল সোজা আর বোকা টাইপের হইয়া থাকে। দলনেতাদের খুব প্রিয় পাত্র এরা। কোন প্রশ্ন করে না। দলনেতার সামান্য কথায় , কিছু না বুঝিয়াই ইহারা একটা চিতকার দিয়া, শুন্যে লাফ দিয়া ওঠে। কিছুদিন পরে অবশ্য ঐ ছাগলেরা ভাবে- ধুর আমি আগে ছাগলের মত , কিছু না বুঝিয়াই লাফ দিয়াছি
৯) পরনির্ভরশীল ছাগল
ইহারা সব সময়ই পরনির্ভরশীল হয়। অন্যের মাথায় বন্দুক রাখিয়া গুলি করে। নিজদের পায়ে ইহারা চলিতে পারে না। বড় কোন গোত্রের সাথে বন্ধত্ব করিয়া চলে।
** এই দুষ্ট ধরছো কোথায় ? কুতুকুতু লাগে তো। হাত সরাও
@@ না সরাব না।মজাক লাগতেসে না ?
** হুমমম
১০)মরিয়া ছাগল
এরা নিজদের বাচার জন্য যে কোন ধরনের রিক্স নিতে পারে। যে ভাবে হউক বাচিয়া থাক। তারপর টার্গেট এর খোজে এরা বেড়িয়ে পরে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০৩