দুপাশে উঁচু পাহাড়, আর তার মাঝে খড়স্রোতা মাতামুহুরী বেয়ে আমাদের নৌকা চলছে। শুধু সবুজ আর সবুজ, তার মাঝে কোথাও চলছে জুম চাষ, পাশে আদিবাসি চাষীর ছোট্ট ঘর। হঠাৎ হঠাৎ চোখে পড়ে নদিতে মাছ ধরছে কেউ, কেউবা গোসল করছে, কেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাঁশের সারি একত্রে বেঁধে। সন্ধ্যার মধ্যে আমরা কুরুকপাতা পৌছাতে চেয়েছিলাম, কিন্তু আলি কদম থেকে আমাদের রওনা দিতেই একটু দেরি হয়ে গিয়েছিলো। তাই সন্ধ্যা নেমে এলো পথেই। হাতের ক্যামেরা রেখে তখন গানের আসর বসলো নৌকাতেই। যে যেমন পারি ইচ্ছামত গাইলাম, হয়তো শুনতে তা নিছক চেঁচাঁমেচিই মনে হয়েছে, কিন্তু ঐ পরিবেশে আমরা তা নিয়ে মোটেই ভাবিত ছিলাম না।
আমি ঘুমিয়ে পরেছিলাম খানিকটা, উঠে দেখি নৌকা দাড়িয়ে আছে কুরুকপাতার ঘাটে। বাকি সবাই কুরুকপাতা বাজারে উঠেছে, খেয়ে ওখানের স্কুল ঘরের থাকবে রাতে। আমি আর অন্ধকারে একা একা পাহাড়ে উঠলাম না। নৌকায় রাখা বিস্কুট খেয়ে ঘুমিয়ে গেলাম আবার নৌকাতেই।
----------------------------------------------------------------------------------
পর্ব: এক
Click This Link
পর্ব: তিন
Click This Link
পর্ব: চার (শেষ) :
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২০