জমে উঠেছে খেলাটা ।
আমার সাথেই খেলছে আমার ছায়া।
অপ্রিয় আঘাতে আঘাতে,
মৃতপ্রায় মাছের মত
বেঁচে থাকার আকুতিতে,
শুদ্ধতার জাল ছিড়ে বেরিয়েছে
জীবনবোধের হৃদয়ছোঁয়া সাধনা!
তবু বোধটাকে বাঁচতে দেবে না
ক্যালকুলেটর চাপা শিকারী জেলেরা!
পৃথিবীতে শ্বাশত বলে একটি শব্দ আছে।
ওরা খেলে আজ শ্বাশতের সাথে খেলা।
এ যেন এক গর্বিত প্রতিযোগিতা!
প্রাচীনপন্থীদের জাদুঘরে দর্শনীয় মানবতা!
বাইরে হাসছে পোশাকি আধুনিকতা।
মানবতার চোখে এখনও শিশিরের জল।
আর যান্ত্রিক হাসিতে বিজয়ের ছল!
একবিংশ শতাব্দীর মানুষ...
হয়ত আগামীকাল তুমিই বলবে,
এ তোমার কেমন নিষ্ঠুরতা!
অমায়িক হেসে আমি বলব...
আমি মানুষ নই, মানুষের প্রেতাত্মা;
তোমার হাত আমারই খুনে রাঙ্গা!