মুগ্ধতা
অসময়ের বৃষ্টি বেশীক্ষণ থাকেনা
ফিরে যায় নিজস্ব নিয়মেই
ভিজে থাকা শহরে ফিরে আসে
সোনালী রোদ্দুর
টুপটাপ ঝড়ে পড়ে স্মৃতির শব্দ
এখনো মধুর।
হেমন্তের মেঘে খুব চোখ পড়ে না
শেষ বিকেলের আলোর মতো
দেখতে দেখতে হারিয়ে যায়
তবুও কখনো কখনো তার শুভ্রতায়
মগ্ন হয়ে থাকে নীল আকাশ
দৃষ্টির সীমানায় কেবলই মুগ্ধতা
হ্রদের জলে পড়ে নীলের ছায়া
ফেলে আসা দিন ফিরে না কখনো
যতদূরে... বাকিটুকু পড়ুন