ক্ষমা করো প্রভু
- জসিম উদ্দিন জয়
হে প্রভু দয়ালু মহান,
রক্ষা করো বিশ্ব জাহান।
এই সূর্য নদী আসমান,
সবই তোমার মহাদান।
দিনের আলো রাতের কালো
চাঁদের আলো লাগে ভালো,
ঝলমলে রৌদ্দুর ঝরঝরে বৃষ্টি,
সুন্দর পৃথিবী করেছো সৃষ্টি।
অন্ধ দরিয়ার কালো দিগন্তের পথে
ডুবে যাচ্ছি পার করো যাত্রা রথে,
চলেছি অজনাপথে নিষিদ্ধ দূরে
ক্ষমা চাই বরংবার প্রভু প্রার্থনার সুরে।
তুমি সবর্ত্র আমরা পথ হারাই ভুলে,
ক্ষমা চাই, পার করো দরিয়ার কুলে।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১:২৮