আমার সব শব্দ আহত হয়েছে
তুই, তুমি আর আপনি সবই,
তবুও কোন রকমে বেঁচে আছি
এই আমি, এক পরাজিত সৈনিক ।
আহত শব্দগুলো উঠে দাঁড়াতে চায়
আবার সম্মুখ যুদ্ধের ময়দানে
রাইফেল, গুলি আর বারুদ হতে চায়,
প্রতিপক্ষকে ঘায়েল করার তীব্র নেশায় ।
আহত শব্দগুলো উঠে দাঁড়াতে চায়,
রচিত করতে একটা বিজয়গাঁথা,
পিপীলিকার মত সারিবদ্ধ হয়ে
হতে চায় প্রাচীর ঘেরা বিদ্রোহী কবিতা ।
আহত শব্দগুলো উঠে দাঁড়াতে চায়
শুধুই তোমাকে দেখবে বলে,
মাথা উঁচু করে একবার বলতে
জাতীয় সংগীত এর দ্বিতীয় লাইন ।
২৬ মার্চ ২০১৫
টংগী, গাজীপুর